জামায়াত ও বিএনপির ক্ষমতা দখলের লড়াই, সঙ্কটে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

Share on facebook
Share on twitter
Share on linkedin
অভিষেক জিকু-
জামায়াত ও বিএনপির ক্ষমতা দখলের লড়াইয়ের কারণে সঙ্কটে পড়েছে বাংলাদেশর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (আরএনপিপি)। সেনাবাহিনীর কর্মকর্তারাও ক্ষমতার ভাগ পেতে চাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পাবনার ঈশ্বরদীর রূপপুরে বিদ্যুৎ উতপাদনের আগেই শুরু হয়েছে ক্ষমতা দখলের লড়াই। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পরিস্থিতি দিনদিন জটিল হচ্ছে। স্থানীদের অভিযোগ, এই নির্মীয়মাণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার চক্রান্ত চলছে।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক গত ১৪ মে, ৮ জন কর্মীকে সাময়িক বরখাস্ত করেছেন। তাদের বিরুদ্ধে রয়েছে নির্মীয়মান পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অন্তর্ঘাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ। সাময়িক বরখাস্তের পাশাপাশি তাদের প্রকল্পের চৌহদ্দিতে ঢুকতেও নিষেধ করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, এরা সকলেই নিজেদের কর্তব্য ভুলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। সেইসঙ্গে প্রতিষ্ঠানটির সঙ্গে অন্তর্ঘাতমূলক কাজকর্মেও যুক্ত ছিলেন তারা। বরখাস্ত হওয়া কর্মীদের ১০ দিনের মধ্যে জানাতে হবে কেন তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
এর আগে, গত ৮ মে আরও ১৮ জনের বিরুদ্ধে একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তারা সকলেই অন্তর্ঘাতে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত। তবে বরখাস্ত কর্মীদের পাল্টা অভিযোগ, তাদের বেআইনিভাবে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাজকর্মের প্রতিবাদ জানানোর জন্যই শাস্তি দিয়ে তাদের মুখ বন্ধের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই এনপিসিবিএল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একগুচ্ছ দাবিদাওয়ার মধ্যে রয়েছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহম্মদ জাহেদুল হাসানকে অপসারিত করতে হবে। এই দাবিতে, ৬ মে তারা মানববন্ধনও করেছিলেন। ঈশ্বরদীতে প্রকল্প এলাকাতেই তারা সাংবাদিক সম্মেলন করে নিজেদের দাবির কথা প্রকাশ করেন।
জানা গিয়েছে, এই ২৬ জনের বরখাস্তের আসল কারণ হচ্ছে জামায়াতের অনুমোদিত ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট মুহাম্মদ হাসনাত আলি ও বিএনপি ঘনিষ্ঠ ম্যানেজিং ডিরেক্টর মহম্মদ জাহেদুলের মধ্যে ক্ষমতার লড়াই। কে বেশি ক্ষমতাবান তা দেখাতে গিয়েই দুই দলের দুই ঘনিষ্ঠ আধিকারিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজই লাটে তুলে দিতে চাইছেন। জাহেদুলের মেয়াদ ৩১ মে শেষ হচ্ছে। তিনি ব্যস্ত ক্ষমতা ধরে রাখতে। বিএনপি তাকে মদদ দিচ্ছে। আবার হাসনাত চাইছেন জাহেদুলের চেয়ার দখল করতে। তাই তিনি নিজের ঘনিষ্ঠদের নিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় জাহেদুল ঘনীষ্ঠদের হেনস্থা করতে চাইছেন। নির্মীয়মাণ প্রকল্পের মধ্যেই মানববন্ধনে সামিল হচ্ছে দুপক্ষের কর্মীরা।
দুই পক্ষের এই গোলমালের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীও পারমাণবিক তাপবিদ্যুৎ প্রকল্পে নাক
গলাতে সচেষ্ট। সেনাবাহিনী ও ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই)
সিনিয়র অফিসাররা ১৮ মে জরুরি বৈঠকে মিলিত হয়েছিলেন। সেই বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি
মন্ত্রকের সিনিয়র অফিসারদের সেনা বাহিনী ও ডিজিএফআইয়ের তরফে বলা হয়, এনপিসিবিএলের
পরবর্তী এমডি হিসাবে তাঁরা কাউকে মনোনিত করতে চাইছেন। অর্থাৎ সেনাবাহিনীই ঠিক করে
দিতে চায় এনপিসিবিএলের পরবর্তী এমডি। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক সেনা বা জিএফআইয়ের হাতে এনপিসিবিএলের এমডি পদ ছাড়তে নারাজ। তারা ৮ মে এমডি, স্টেশন ডিরেক্টর ও ডেপুটি
চিফ সুপারিনটেনডেন্ট পদে যোগ্য ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন। ফলে গোলমাল সহজে মিটবার নয়।
এদিকে, রূপপুরের পরিচালনভার হাতে নেওয়ার লক্ষ্যে জামায়াত, বিএনপি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং সেনাবাহিনীর এই দৌড়ের মাঝেই ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে শুরু হয়েছে বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করার ষড়যন্ত্র চলছে। তাই ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে এনপিসিবিএল কোম্পানির প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা-কর্মচারী ২৮ এপ্রিল থেকে আন্দোলন শুরু করেছেন। সেই আন্দোলনের জেরেই বন্ধ হতে চলেছে গোটা প্রকল্প। তারই প্রতিবাদে ১৫ মে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলেন। সবমিলিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ লাটে উঠতে বসেছে।
তবে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পেই নয়, অন্তর্বর্তী সরকারের আমলে বেশিরভাগহ ক্ষেত্রেই প্রকট হচ্ছে প্রশাসন, বিচার ব্যবস্থা, পুলিশ, সশস্ত্র বাহিনী-সহ সরকারের বিভিন্ন সংস্থার মধ্যেকার এই লড়াই। সবমিলিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে গোটা দেশই এখন বিরতিহীন সঙ্ঘর্ষের দিকে এগিয়ে চলেছে। সেই সঙ্ঘর্ষ থামার কোনও ইঙ্গিত নেই।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১