শিরোনাম:
যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালনমন্দির অপসারণ না হলে ভেঙে ফেলার হুমকি মুসল্লীদেরমিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে হয়রানি: ইউনূস ও দুদকের বিরুদ্ধে টিউলিপের আইনি পদক্ষেপযুক্তরাষ্ট্রে ‘একাত্তরের প্রহরী ফাউণ্ডেশন’-এর আত্মপ্রকাশড. ইউনূসদের দ্বৈত নাগরিকত্বই দ্বিচারিতার মূল কারণব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ড: মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেনযে কথা বলার ছিলDr. and Tarique Rahman discuss the US form and seat sharing!মুখোমুখি ড: ইউনূস ও তারেক রহমান সরকারের রূপেরখা ও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা !টিউলিপ সিদ্দীক এর বিরুদ্ধে প্রচারণা লেবার পার্টির প্রতিবাদ

সর্বশেষ খবর

আলোচিত খবর

ভিডিও

No Content Available

আন্তর্জাতিক

রাজনীতি

বিনোদন জগত

শিক্ষাঙ্গন

চাকুরীর খবর

দেশ জুড়ে

খেলাধুলা

লাইফস্টাইল

প্রবাস জীবন

ধর্ম

আব্দুল গাফফার চৌধুরীর স্মরণে লন্ডনে দোয়া ও মিলাদ মাহফিল

ব্রিকলেন  নিউজ: অমর একুশের গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমিকি ভুলিতে পারি” এর রচয়িতা, কিংবদন্তি সাংবাদিক কলামিষ্ট, “আব্দুল গাফফার চৌধুরী”-র তৃতীয় মৃত্যু বার্ষিকীতে পূর্বলন্ডনের ব্রিকলেন জামে মসজিদে ১৯মে ২০২৫ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।আব্দুল গাফফার চৌধুরীর রেখে যাওয়া শোকাহত চার সন্তান অনুপম রেজা চৌধুরী, তানিমা চৌধুরী, চিন্ময়ী চৌধুরী ও ইন্দিরা চৌধুরী পিতার মৃত্যুবার্ষিকীতে তাঁর অনুরাগীদের সাথে নিয়ে এই স্মরণ সভার আয়জন করেন।লন্ডন সময় বাদ মাগরিব  ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই মাহফিলে কমিউনিটি ব্যক্তিত্ব,রাজনীতিবিদ, সাংবাদিক, কাউন্সিলার সহ বিপুল সংখ্যক ব্রিটিশ বাঙালি অংশ নেন। এই মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ারএ্যাসোসিয়েশন ও ব্রিকলেন মসজিদের প্রাক্তন সভাপতি শফিকুর রহমান চৌধুরী, রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আ.স.ম. মিসবাহ সাদাত, আব্দুল আহাদ চৌধুরী, আনসার আহমেদ উল্লাহ, কমিউনিটি সংগঠক জামাল খান, শাহ বেলাল, সায়েদ আহমেদ সাদ, মোহাম্মদ মিরন, আহবাব আহমদ, মাহমুদ আলী, সৈয়দ গোলাব আলী, আব্দুল বাছির, ফজলে রাব্বি স্বরণ  সহ আরো অনেকে। শফিকুর রহমান চৌধুরী বলেন বাঙালির  মনে যতো দিন “একুশ” থাকবে, বাঙালির  সংস্কৃতি যতদিন পৃথিবীর বুকে থাকবে, ততো দিন  “আব্দুলগাফফার চৌধুরী” কে চাইলেও ভুলতে পারবে না। আমরা চাই তিনি আমাদের অন্তরে বেচেঁ থাকুক হাজার বছর। সব শেষে তার সন্তানরা তাদের বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা  করে। এর পরে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম এর পরিচালনায় দোয়া মাহফিল ও তার রুহের মাগফেরাত কামনা করে মহান শ্রষ্টার দরবারে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। অমর একুশের গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমিকি ভুলিতে পারি” এর রচয়িতা, কিংবদন্তি সাংবাদিক কলামিষ্ট, “আব্দুল গাফফার চৌধুরী”-র তৃতীয় মৃত্যু বার্ষিকীতে পূর্বলন্ডনের ব্রিকলেন জামে মসজিদে ১৯মে ২০২৫ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।আব্দুল গাফফার চৌধুরীর রেখে যাওয়া শোকাহত চার সন্তান অনুপম রেজা চৌধুরী, তানিমা চৌধুরী, চিন্ময়ী চৌধুরী ও ইন্দিরা চৌধুরী পিতার মৃত্যুবার্ষিকীতে তাঁর অনুরাগীদের সাথে নিয়ে এই স্মরণ সভার আয়জন করেন।লন্ডন সময় বাদ মাগরিব  ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই মাহফিলে কমিউনিটি ব্যক্তিত্ব,রাজনীতিবিদ, সাংবাদিক, কাউন্সিলার সহ বিপুল সংখ্যক ব্রিটিশ বাঙালি অংশ নেন। এই মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ারএ্যাসোসিয়েশন ও ব্রিকলেন মসজিদের প্রাক্তন সভাপতি শফিকুর রহমান চৌধুরী, রাজনীতিবিদ সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আ.স.ম. মিসবাহ সাদাত, আব্দুল আহাদ চৌধুরী, আনসার আহমেদ উল্লাহ, কমিউনিটি সংগঠক জামাল খান, শাহ বেলাল, সায়েদ আহমেদ সাদ, মোহাম্মদ মিরন, আহবাব আহমদ, মাহমুদ আলী, সৈয়দ গোলাব আলী, আব্দুল বাছির, ফজলে রাব্বি স্বরণ  সহ আরো অনেকে। শফিকুর রহমান চৌধুরী বলেন বাঙালির  মনে যতো দিন “একুশ” থাকবে, বাঙালির  সংস্কৃতি যতদিন পৃথিবীর বুকে থাকবে, ততো দিন  “আব্দুলগাফফার চৌধুরী” কে চাইলেও ভুলতে পারবে না। আমরা চাই তিনি আমাদের অন্তরে বেচেঁ থাকুক হাজার বছর। সব শেষে তার সন্তানরা তাদের বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা  করে। এর পরে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম এর পরিচালনায় দোয়া মাহফিল ও তার রুহের মাগফেরাত কামনা করে মহান শ্রষ্টার দরবারে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

Read more