আজ ১৫ই জানুয়ারি, ২০২৬, রাত ৮:৪৭

২২-২৫ মে বসছে ‘নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’র ৩৫তম আসর

Share on facebook
Share on twitter
Share on linkedin

প্রেস বিজ্ঞপ্তি: 

ঢাকা: ২২-২৫ মে ২০২৬-এ বসছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর। ১৯৯২ সালে দেশের বাইরে শুরু হওয়া বাংলা ভাষার বই ঘিরে এই মেলা এ বছর ৩৫ বছরের মাইফলক স্পর্শ করছে। ‘যত বই, তত প্রাণ’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলা বইমেলাটি গত কযৈক বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। বুধবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় মেলার আয়োজক সংস্থা মুক্তধারা ফাউন্ডেশন।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬-এর আহ্বায়ক অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, এবারের বইমেলা একটা মাইলফলক। ৩৫ বছরের এই মাইলফলকে এসে আমরা চাইব, বাংলা ভাষার এই মেলাকে আমেরিকার মুলধারার সঙ্গে আরো বেশি সংযাগ ঘটাতে। বাংলা ভাষা এবং বাংলা ভাষার বইকে আন্তর্জাতিক পরিসরে আরো বেশি যুক্ত করার জন্য আমরা নানা চিন্তা এবং পদক্ষেপ গ্রহণ করছি। আশা করছি, সবার সহযোগিতায় বরাবরের মতো এবারও আমরা একটি সেফল আয়োজন সম্পন্ন করতে পারব।
সংবাদ সম্মেলনে মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা: জিয়াউদ্দিন আহমেদ বলেন, নিউ ইয়র্ক বইমেলার সবচেয়ে আনন্দের বিষয় হলো, বাংলা বই ঘিরে পুরো আমেরিকার বাংলা ভাষার বইপ্রেমিদের একটা মেলবন্ধন ঘটে। এর সঙ্গে শুধু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী লেখক নন, ইউরোপ বা অন্যান্য দেশে ছড়িয়ে থাকা লেখক-পাঠক এর সঙ্গে যুক্ত হয়ে মূল ভূখণ্ড থেকে অনেক দূরের এক দেশে বাংলা ভাষাকে ভালোবেসে মিলিত হয়। তাছাড়া প্রতি বছর এ মেলার কলেবর বড় হচ্ছে। আরো বেশি করে বাংলা ভাষাভাষী মানুষ এর সঙ্গে যুক্ত হচ্ছে। এটা সত্যি আনন্দের।
সাংবাদিক সম্মেলনে লেখক সাদাত হোসাইন বলেন, ‘দেশের বাইরে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা বাঙালির প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে।’

অনুষ্ঠানটি পরিচালা করেন, ডা: ফারুক আজম। আজকের সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন ডাঃ মঈনউদ্দীন মুনশী, কানাডা প্রবাসী লেখক জসিম মল্লিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, কথাসাহিত্যিক সাদাত হোসাইন, মীর হাকিম এবং মনিরুল হক, প্রকাশক, অনন্যা, আলমগীর সিকদার লোটন, প্রকাশক, আকাশ পাবলিবেশন্স, অংকুর প্রকাশনার মেজবাহ উদ্দিন আহম্মেদ, দেলওয়ার হাসান, প্রকাশক, আবিষ্কার। এছাড়া মুক্তধারা ফাউন্ডেশন থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য ও ২০২৬ বইমেলার অর্থ কমিটির প্রধান ডা. ফাতেমা আহমেদ ও কার্যকরী কমিটির সদস্য কবি ইউসুফ রেজা।
গত ৩৪ বছর ধরে অনুষ্ঠিত নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধন করেছেন একজন লেখক। অনেক মন্ত্রী বা গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকলেও বাংলা ভাষার এক বা একাধিক লেখক প্রতিবছর বইমেলার উদ্বোধন করেন। এ পর্যন্ত যারা নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধন করেছেন, তাদের মধ্যে আছেন- সাদাত হোসাইন, মুহম্মদ নূরুল হুদা, শাহাদুজ্জামান, অমর মিত্র, আসাদ চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, ফরিদুর রেজা সাগর, রামেন্দু মজুমদার, পবিত্র সরকার, সেলিনা হোসেন, আবদুল্লাহ আবু সায়ীদ, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, শামসুজ্জামান খান, তপন রায়চৌধুরী, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, রফিক আজাদ, গোলাম মুরশিদ, সমরেশ মজুমদার, আনিসুজ্জামান, সুনীল গঙ্গোপাধ্যায়, আনিসুল হক, আবদুন নূর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রাবেয়া খাতুন, সমরেন্দ্র সেনগুপ্ত, জয় গোস্বামী, হুমায়ুন আজাদ, ইমদাদুল হক মিলন, আবদুল মতিন, দিলারা হাশেম, হুমায়ুন আহমেদ, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, পূরবী বসু, আবদুল গাফফার চৌধুরী, মুহাম্মদ জাফর ইকবাল, শহীদ কাদরী, জ্যোতিপ্রকাশ দত্ত।
অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১