জুয়েল রাজ-
ব্রিটেনের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে , ব্রিটিশ সরকারের পক্কে বিবৃতি দেয়ার অনুরোধ জানান বব ব্ল্যাকম্যান এম পি ।
বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে বব ব্ল্যাকম্যান বলেন,
মাননীয় স্পিকার আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উত্থাপন করছি
রাস্তায় হিন্দু পুরুষদের হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরাও একই ধরণের শিকার হচ্ছে, আগামী মাসে বাংলাদেশে তথাকথিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে চলেছে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ যারা জনমত জরিপে ৩০% ভোট নিয়ন্ত্রণ করে । তাদের কে সেখানে ব্যান করা হয়েছে।
এবং ইসলামী চরমপন্থীরা একটি গণভোটের আহ্বান জানিয়েছেন, তারা বাংলাদেশের সংবিধান চিরতরে পরিবর্তন করে দেবে। আগামী সপ্তাহে পররাষ্ট্র সচিবের কাছ থেকে একটি বিবৃতি দাবি করেন , যে বাংলাদেশের সরকার অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কী পদক্ষেপ নিচ্ছে?
লিডার অব দ্যা হাউজ স্যার এলান ক্যাম্পবেল ও আলোচনায় অংশ নেন , তিনি বলেন আমরা গভীত্র ভাবে বাংলাদেশের মানিবাধিকার ও সংখ্যালঘু পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে কাজ করছি । বাংলাদেশের মানবাধিকার ও সংখ্যালঘুদের বিষয়ে সরকারকে আমরা চাপ দিচ্ছি। মানবাধিকারের পক্ষে ব্রিটেনের অবস্থানের দীর্ঘ ইতিহাস আছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা যোগাযোগা রাখছি। এবং স্যার এলান ক্যাম্পবেল পররাষ্ট্র সচিব কে অনুরোধ জানান উপযুক্ত সময়ে একটি বিবৃতি প্রদানের ।



