বিশেষ প্রতিনিধি:
সকল প্রস্তুতি সম্পন্ন। নিউইয়র্কে ২৪ ও ২৫ মে অনুষ্ঠিত হচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’। আমেরিকার বিভিন্ন স্টেট থেকে ইতোমধ্যে অতিথি,প্রকাশক ও বইপ্রেমিরা আসতে শুরু করেছেন।
‘আমরা বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল’ স্লোগানে নিউইয়র্কে দুদিনব্যাপী এই মেলা শুরু হচ্ছে ২৪ মে শনিবার সকাল ১১টায় কুইন্সে উডহ্যাভেন বুলেভার্ডে ( ৬৩১০৮ উডহ্যাভেন বুলেভার্ড, রিগোপার্ক, এনওয়াই১১৩৭৪) অবস্থিত জয়া পার্টি হলে।
শনিবার সকাল এগারোটা থেকে রাত এগারোটা ও রবিবার বিকাল
পাঁচটা থেকে রাত বারোটা এই বইমেলার অনুষ্ঠানমালা চলবে।
সময়ের প্রয়োজনে অত্যন্ত স্বল্প সময়ের নোটিশে এ মেলার প্রস্তুতি নেয়া হলেও সর্বশেষ তথ্য অনুযায়ী ১৬ টি বইয়ের স্টল থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন। আর এ মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণিজন বেলাল বেগ। পাশে থাকবেন বীর মুক্তিযোদ্ধারা।
বইমেলার জন্যে গঠিত কমিটিতে রয়েছেন : আহবায়ক-ড. নুরুন নবী, যুগ্ম আহবায়ক-তাজুল ইমাম, লুৎফুন্নাহার লতা, মিথুন আহমেদ,
আবদুল কাদের মিয়া,অ্যানি ফেরদৌস, মিনহাজ আহমেদ সাম্মু এবং ফকির ইলিয়াস। সদস্য-সচিব-স্বীকৃতি বড়ুয়া, যুগ্ম সদস্য-সচিব গোপাল সান্ন্যাল। মিডিয়া সম্পর্কিত কমিটির সমন্বয়কারি-ফকির ইলিয়াস। সাথে রয়েছেন লাবলু আনসার, আসলাম খান, ওমর আলী, আব্দুল হামিদ। অর্থ কমিটির সমন্বয়কারি-আব্দুল কাদের মিয়া। সাথে রয়েছেন জাকারিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক এবং কামাল হোসেন মিঠু। স্টল কমিটির সমন্বয়কারি-গোপাল সান্ন্যাল। সাথে আছেন পঙ্কজ তালুকদার এবং জয়তুর্জ চৌধুরী। সেমিনারের সমন্বয়কারি-মিনহাজ আহমেদ। সাথে আছেন ফকির ইলিয়াস। সাংস্কৃতিক অনুষ্ঠানের উপদেষ্টা-তাজুল ইমাম, সমন্বয়কারি-অ্যানি ফেরদৌস। সাথে আছেন তাহরিনা প্রীতি এবং সাবিনা শারমিন নিরু। শিশুদের অনুষ্ঠানের সমন্বয়কারি-নিলুফার জাহান। সাথে আছেন পারভিন সুলতানা, সিসিলিয়া মোরাল আরজু, কানিজ হোসনা আকবরি। আবৃত্তি পর্বের উপদেষ্টা-মিথুন আহমেদ। সমন্বয়কারি-গোপন সাহা। সাথে আছেন ড. বিলকিস আহমেদ দোলা, সাবিনা শারমিন নীরু, স্বাধীন মজুমদার এবং মুমু আনসারী। স্বরচিত কবিতা পর্বের সমন্বয়কারি-মঞ্জুর কাদের। আরো আছেন মিশুক সেলিম, খালেদ শরফুদ্দিন, আবু সাঈদ রতন। মোড়ক উম্মোচন ও গ্রন্থ আলোচনার সমন্বয়কারি- জি এইচ আরজু। সাথে আছেন , ফারহানা ইলিয়াস তুলি ও নাজনীন সিমন। অভ্যর্থনা কমিটির সমন্বয়কারি-রওশনআরা নিপা। সাথে আছেন সুতপা মন্ডল এবং ঝর্ণা চৌধুরী। মঞ্চসজ্জায় উপদেষ্টা-তাজুল ইমাম। সমন্বয়কারি-মিল্টন আহমেদ। সাথে আছেন আজিজুল ইসলাম তারিফ, টিপু আলম এবং পঙ্কজ তালুকদার। মিডিয়া, আর্কাইভ ও চিত্র প্রদর্শনীর সমন্বয়কারি-এয়াকুব আলী মিঠু। সমগ্র মেলার বিভিন্ন পর্বের উপস্থাপনা করবেন স্বাধীন মজুমদার, সাবিনা শারমিন নিরু, গোপন সাহা এবং মঞ্জুর কাদের।
আয়োজকরা জানিয়েছেন, কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে লেখক-কবি-সাহিত্যিক-সাংবাদিক-শিল্পীরা আসছেন এ মেলায়। উল্লেখ্য, নিউইয়র্কস্থ মুক্তধারা আয়োজিত বইমেলার শুরু থেকেই থাকা অনেকের সাথে নবাগত শিল্পী-সাহিত্যিক-কবি-লেখকেরাও আদর্শের প্রশ্নে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’র সাথে যুক্ত হয়েছেন। ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’র মধ্যদিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় শানিত প্রবাসীরা আরেকবার জেগে উঠলেন একাত্তরের পরাজিত রাজাকার, আল বদর, আলশামস, আর জামাত-শিবিরের ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিতে’-এমন মন্তব্য উচ্চারিত হচ্ছে সুধীজনের মধ্যে।
এদিকে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলাতে প্রবর্তিত
“বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ও নবী-জিনাত সাহিত্য পুরস্কার” এর বিচারকমণ্ডলী-২০২৫ এর নাম ঘোষিত হয়েছে।
এই কমিটি, বাংলা ভাষা সাহিত্য শিল্প সঙ্গীত চারুকলা কারুকলা
সংস্কৃতি সহ মহান মুক্তিযুদ্ধের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে ঋদ্ধ একজন ব্যক্তিকে আজীবন সম্মাননা জানাবে।
সেই কৃতি বাঙালী,কিংবা অন্য ভাষাভাষী- বিশ্বের যে কোনো দেশে বসবাসরত হতে পারেন।
আর্থিক সম্মাননা ও একটি ক্রেস্ট – এই পুরস্কারে অন্তর্ভুক্ত
হবে।
২০২৫ এর বিচারকমণ্ডলীতে থাকছেন- তাজুল ইমাম ,সালমা বাণী
রাকীব হাসান ,ফকির ইলিয়াস , ড. নুরুন নবী ( পদাধিকার বলে)
ও স্বীকৃতি বড়ুয়া ( পদাধিকার বলে ) । ২৪ মে শনিবার এই পদক, প্রাপ্ত
ব্যক্তিত্বের হাতে তুলে দেয়া হবে।
কমিটি বইমেলা সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করেছে।