৭ নারীকে সম্মাননা দিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্রিকলেন নিউজ- 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে ২০২৫ সালের উইমেনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কমিউনিটি ও সোসাইটির নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৭ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।কমিউনিটিতে নানাভাবে অবদান রেখে চলা নারীদের স্বীকৃতি দেয়ার পাশাপাশি অন্যদেরকে অনুপ্রাণিত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল দ্বিতীয়বারের মতো আয়োজন করলো বার্ষিক উইমেন্স এওয়ার্ড অনুষ্ঠানের।মঙ্গলবার ২৯ এপ্রিল টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বলেন,কমিউনিটি ও সমাজের সব ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটসের নারীরা অসামান্য অবদান রেখে চলেছেন।নারীরা সমাজের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ।তাদেরকে বাইরে রেখে কমিউনিটির সত্যিকারের অগ্রযাত্রা কল্পনা করা অসম্ভব।তাদের এই অবদানের সঠিক মূল্যায়ন করতে চায় কাউন্সিল অথরিটি।

এবার উইমেনস অ্যাডভোকেট অফ দ্য ইয়ার নির্বাচিত হন সারাহ উইথার্স, ফিমেল ভলান্টিয়ার অফ দ্য ইয়ার এওয়ার্ড পেয়েছেন মাবিল চান, এক্সট্রা অর্ডিনারি ফিমেইল ক্যারিয়ার অফ দ্য ইয়ার এওয়ার্ড লাভ করেন হাজেরা বিবি, ফিমেল বিজনেস লিডার অফ দ্য ইয়ার হয়েছেন টেরি লেয়ান বের্নান, সাইকেল সিস্টার্স টাওয়ার হ্যামলেটস হয়েছে উইমেন্স গ্রুপ অফ দ্য ইয়ার এবং আউটস্ট্যান্ডিং ইয়াং ফিমেল অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডস পেয়েছেন মাইরা খাতুন।অনুষ্ঠানে বক্তৃতাকালে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “সমাজের অগ্রযাত্রায় নারীর অবদান কোন অংশে কম নয়। টাওয়ার হ্যামলেটসের প্রতিটি অর্জনের পিছনে নারীদের অনস্বীকার্য ভূমিকা রয়েছে। নারীদের প্রতি শ্রদ্ধা, তাঁদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করে কাউন্সিল তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্যকে উদযাপন করতে চায়।তিনি বলেন, “কাউন্সিলের উচ্চ পর্যায় থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের ব্যাপক প্রসার ঘটেছে। নারী শিক্ষা নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, কর্মক্ষেত্রে তাদের আরো বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে কাউন্সিল বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি তাদের কল্যাণে গৃহীত নানা উদ্যোগে বিপুল অর্থ বিনিয়োগ অব্যাহত রাখছে।সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার মিলি ডাউনসের সঞ্চালনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার স্টিভ হলসি ।তিনি বলেন, “টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল এ বছর সব সেক্টরে নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। চাকরির ক্ষেত্রেও কাউন্সিল নারীদের সবচেয়ে বেশি সুযোগ নিশ্চিত করেছে। কাউন্সিলের বিভিন্ন সার্ভিসে আগামীতে আরো বেশি সংখ্যক নারীর কর্মদক্ষতাকে কাজে লাগানো হবে।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লিড মেম্বার ফর কাস্টমার সার্ভিস, ইকুয়ালিটিজ এন্ড সোশ্যাল ইনক্লুশান, কাউন্সিলর আব্দুল ওয়াহিদ। তিনি বলেন, “আমাদের মেয়েরা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রাজনীতি ও কর্পোরেট চাকরিতে পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণের হার এখনো অনেক কম। যদিও পুরুষের তুলনায় নারীদের অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়।কাউন্সিলের ডেপুটি চিফ এক্সিকিউটিভ ও কর্পোরেট ডিরেক্টর ফর রিসোর্সেস জুলি লোরিনী,কর্পোরেট ডিরেক্টর ফর অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার জর্জিয়া কিম্বানি এবং ওমেন কমিশনের ভাইস চেয়ার শেরিফা আতউসি বক্তব্য রাখেন।ইন্সপিরেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন উনলকিং ল্যাঙ্গুয়েজ এর ফাউন্ডার শেরমিনা রাব্বি এবং কর্পোরেট সেক্টরে ক্যারিয়ার গঠন নিয়ে প্রেজেন্টেশন দেন লেখিকা ভিভিয়ান এনি ।অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। গান পরিবেশন করেন শিল্পী সামান্তা স্মিথ এবং উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে ছিল নৃত্য পরিবেশনা। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসা অতিথিদের কাউন্সিলের বিভিন্ন সার্ভিস সম্পর্কে জানাতে বেশ কয়েকটি স্টল রাখা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১