মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে অপমান, মব সৃষ্টির বিরুদ্ধে
তীব্র নিন্দা জানিয়ে শাস্তির দাবি ‘সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ’র
সংবাদ বিজ্ঞপ্তি:
বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের ছবিতে জুতা নিক্ষেপ, মব সৃষ্টি ও অপমানের বিরুদ্ধে তীব্র নিন্দা-প্রতিবাদ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ‘সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ।’ একই সঙ্গে ফজলুর রমানের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানানো হয়।

আজ সোমবার (২৫ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক রোকেয়া প্রাচী ও সদস্য সচিব এফ এম শাহীন সাক্ষরিত বিবৃতিতে এটি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে প্রত্যক্ষ করেছি যে, মহান মুক্তিযুদ্ধের গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিক ও সিনিয়র আইনজীবী ফজলুর রহমানকে সম্প্রতি একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমানিত করেছে। কারণ, বাংলাদেশ থেকে যখন মুক্তিযুদ্ধের ইতিহাসসহ সমস্ত স্মারক নিশ্চিহ্ন করার পায়তারা করছে একটি পক্ষ, তখন তীব্রভাবে এর প্রতিবাদ করেছেন ফজলুর রহমান। তাই তাঁকে অপমান করে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই ঘটনা কেবল একজন ব্যক্তির প্রতি অবমাননা নয়, বরং পুরো মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা সমাজ ও আমাদের জাতীয় ইতিহাসের প্রতি চরম অবজ্ঞার শামিল। এর আগেও মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে।
আমরা দৃঢ়ভাবে বলতে চাই—যাঁদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, তাঁদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখা আমাদের নৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। মুক্তিযোদ্ধার প্রতি অপমান কোনোভাবেই বরদাশত করা যায় না।
আমরা এই অপমানজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
বিবৃতি প্রদানকারীদের নাম:
বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, শিল্পী ও চিত্রকর
বীর মুক্তিযোদ্ধা আক্তার জামান, জুরি জাজ, জেলা আদালত, উপসালা, সুইডেন
অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ড. শ্যামল কুমার দাশ, অধ্যাপক, হোমল্যান্ড সিকিউরিটি ও সমাজবিজ্ঞান বিভাগ, এলিজাবেথ সিটি ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
মোঃ সাদিক হাসান, উপদেষ্টা, হউকেল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতাল, নরওয়ে
ইশতিয়াক জামিল, প্রফেসর, বার্গেন বিশ্ববিদ্যালয়, নরওয়ে
আমিনুর রহমান, গবেষক, হউকেল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতাল, নরওয়ে
সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি ও কথা সাহিত্যিক
পুষ্পিতা গুপ্ত, সভাপতি, সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে
ড. রায়হান রশিদ, ট্রাস্টি, আইসিএসএফ
শেলিনা আফরোজ জামান, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, উপসালা সিটি কাউন্সিল, সুইডেন
শেখ হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ড. এস. এম. মাসুম বিল্লাহ, অধ্যাপক ও গবেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
মিল্টন হাসনাত, কবি ও চিকিৎসক, অস্ট্রেলিয়া
ফজলুল বারি, অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব
অরুণা বিশ্বাস, অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক
মনিকা রউনক বাবলী, সঙ্গীত শিল্পী
সাদিকা ইয়াসমিন রচনা, সঞ্চালক, প্রোগ্রাম প্রযোজক ও অ্যাক্টিভিস্ট
তূর্য কাজী, ফ্রিল্যান্স শিল্পী
অর্জুন মান্না, সম্পাদক, nenews.news
জাসমিন চৌধুরী, সোশ্যাল জাস্টিস ক্যাম্পেইনার
রানা মেহের, সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক
তমাল মাহবুব, অভিনেতা ও পরিচালক
আদিবা জাহান, সমাজকর্মী, ঢাকা, বাংলাদেশ
প্রিয়াঙ্কা এলফফ্রস্ট, সিকিউরিটি ইঞ্জিনিয়ার
ড আব্দুল আউয়াল, গবেষক
ওমর সেলিম শের
মুস্তফা কায়েস ইমন, কানাডা প্রবাসি
লেখক আহমেদ মনসুর
কবি ও নাট্যকার সায়েম উদ্দিন
গল্পকার শানেজুল ইসলাম
ফটোসাংবাদিক আমিনুল ইসলাম
লেখক নাসির উদ্দীন হায়দার
হাসান নাসির
কবি কানিজ ফাতেমা চৌধুরী
ফটোসাংবাদিক জুয়েল শীল
জাকিরুল হক টিটন, সম্পাদক ও প্রকাশক, খবরওয়ালা (বাংলা ও ইংরেজি)
মোঃ মনিরুজ্জামান, সংগঠক ও চিত্রশিল্পী
বাণী ইয়াসমিন, সম্পাদক, বিবার্তা
খন্দকার ইসমাইল, গণমাধ্যম ব্যক্তিত্ব
খোর্শেদুল আলম খসরু, চলচ্চিত্র প্রযোজক
অনামিকা প্রিয়ভাসিনি, মানবাধিকার কর্মী
মুশফিক গুলজার, চলচ্চিত্র নির্মাতা
শাহ আলম কিরণ, চলচ্চিত্র নির্মাতা
ড. মাসুদ পথিক, কবি ও চলচ্চিত্র নির্মাতা
সায়মন সাদিক, চিত্রনায়ক
তৌফিক মারুফ, সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক
আল আমীন বাবু, সংগঠক ও সঙ্গীত শিল্পী
নাহার মমতাজ, সভাপতি, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু ফাউণ্ডেশন, সুইডেন
ভায়োলেট হালদার, সম্পাদক ও প্রকাশক, সময়ের শব্দ
মুরাদ খান, ম্যানেজিং ডিরেক্টর, র্যা পিড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, নেদারল্যান্ডস
শায়লা আহমেদ লোপা, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মী
ফেরদৌসী হাসান, সমাজকর্মী
দীপান্বিতা রায় মার্টিন, সঞ্চালক ও গণমাধ্যমকর্মী
তুহিন দাস, কবি, আমেরিকা
সাইফ সামস, ইঞ্জিনিয়ার, নরওয়ে
মাহবুবুল হক, গণমাধ্যমকর্মী
অনির্বাণ ভট্টাচার্য্য, নাট্যকর্মী, চাকুরিজীবী
কুতুব হিলালী, কবি ও সাহিত্যকর্মী, সম্পাদক, বাংলালিপি
এলবার্ট খান, নির্মাতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট
জামশেদ শামীম, অভিনেতা
জুটন চন্দ্র দাস, নির্মাতা
কবি কামরুল হাসান বাদল
লেখক ও সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী
ছড়াকার এমরান চৌধুরী
কবি ও সাংবাদিক শুকলাল দাশ
লেখক নীলিমা শামীম
লোকসাহিত্য গবেষক সামশুল আরেফিন
কবি শহীদুল আলীম
রহমান রনি
প্রাবন্ধিক শোয়েব নাঈম
লেখক ও সাংবাদিক রাজীব শীল
সাংবাদিক ঋতিক নয়ন
লেখক, সাংবাদিক জুয়েল রাজ
সংগঠক যিকরু হাবিব ওয়াহেদ
রাহুল দাশ নয়ন
অভিনেতা গাজী গোফরান
গবেষক ড. আব্দুল আউয়াল
মুক্তিযোদ্ধা ওমর সেলিম শের
প্রবাসী সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর।