লালন শাহ ফাউন্ডেশন ইউকের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিজ্ঞপ্তি :

যুক্তরাজ্যে দক্ষিণ এশীয় বিশেষ করে বাংলাদেশিদের মাঝে লালন শাহের গান, দর্শন ও জীবনবোধ ছড়িয়ে দিতে গত কয়েক বছর ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছে লালন শাহ ফাউন্ডেশন ইউকে। গত ১০ই আগস্ট পূর্ব লন্ডনের রমফোর্ডের একটি রেস্টুরেন্টের হলরুমে ফাউন্ডেশনের এক সভায় সংগঠনের পথচলা ও সাফল্যের পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন। এছাড়া নতুন প্রজন্মের কাছে লালনের মানবতাবাদী ভাবধারা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গৃহিত প্রচেষ্টাসমূহ নিয়েও কথা বলেন বক্তারা। ফাউন্ডেশনের সায়মা হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আফজাল হোসেন, তানিয়া রহমান, নাগিব সালবা, মামুন, লিপিসহ নতুন প্রজন্মের প্রতিনিধি আরওয়া, সাবেরা ও তেহজীব। বক্তারা লালন শাহ ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত ফোক ফেস্টিভেলের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন।

সভা থেকে সামাজিক মাধ্যমে লালনের গীতি ও দর্শন আরো ব্যাপকভাবে প্রচারে সেমিনার বা ‘লালন বিষয়ক পাঠ’ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে মানবিক বোধ প্রজ্জ্বলন এবং লালন সংক্রান্ত প্রকাশনা নিয়ে ডিজিটাল সংগ্রহশালা নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১