যুক্তরাজ্যের অ্যালামনিদের সম্মাননা প্রদান করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে

Share on facebook
Share on twitter
Share on linkedin

প্রেরিত বার্তা:

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেকশিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে উদযাপন করলো সংগঠনেরপাঁচ বছর পূর্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। গত ১৭ এপ্রিল, বৃহস্পতিবার বার্কিংটাউন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠান আয়োজনে ছিলেন বার্কিং এন্ড ডেগেনহ্যামকাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরী।

মেয়র পার্লারে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ক্লাবেরপ্রতিষ্ঠাকালীন অ্যালামনি ও পরিচালনা পরিষদের সদস্যদের সম্মাননা প্রদান করাহয়। ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য ও পলিটিকা টিভির প্রধান সম্পাদকতানভীর আহমেদের পরিচালনায় এবং থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী’রস্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে পরিচালনা পরিষদেরসদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যারিস্টার আনিস রহমান ওবিই, ব্যারিস্টারচৌধুরী হাফিজুর রহমান,  ‌ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, সোনালী ব্যাংকইউকের সাবেক ডেপুটি সিইও আমীরুল ইসলাম, ব্যারিস্টার অজয় রায় রতন, প্রদীপমজুমদার, ঝুমুর দত্ত, মুজাহিদুল ইসলাম, লাবনী রেজা, শওগত আলী বেনু,জাহানারা পলি, ফাতেহা পলি ও হিমিকা ইমাম। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্যরাখেন ইউনিভার্সিটি অব লন্ডনের রিস্ক এন্ড ডিজাস্টার রিডাকশন বিভাগেরঅধ্যাপক ড. মোহাম্মদ শামুছুদ্দোহা।

আলোচনাকালে বক্তারা যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের কার্যক্রম ও ভূমিকাতুলে ধরে বলেন, যুক্তরাজ্যের অ্যালামনিদের উদ্যোগেই টাইমস হায়ার এডুকেশনেঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এ তালিকাভূক্তি সহজ হয়। যুক্তরাজ্য সহ পৃথিবীরবিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব অ্যালামনি শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন, তাদের ঢাকাবিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে র্যাংকি ও শিক্ষার মান বাড়াতেপ্রস্তাবনা দিয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেইপ্রস্তাবনা বিবেচনায় নিয়েছে। এছাড়াও অক্সফোর্ড, কেইমব্রীজ ও ইউসিএল এর মতোখ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান ও গবেষণার আদলে ঢাকা বিশ্ববিদ্যালয়েরগবেষণা ও মূল্যায়ন পদ্ধতি চালুর ব্যাপারেও ঢাকা বিশ্ববিদ্যালয়  ক্লাব ইউকেআয়োজন করেছিলো গ্লোবাল এডুকেশন সেমিনার। বিগত দিনগুলিতে ক্লাবে এইকর্মপরিধির সাথে যারা যুক্ত থেকেছেন ও সহযোগিতা করেছেন এবং আন্তর্জাতিকঅঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছেন সেইসব অ্যালামনিদের মধ্যে ৩০জনের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সিনিয়র অ্যালামনি ব্যারিস্টার আনিস রহমান ওবিইকে আজীবন সম্মাননাপ্রদান করা হয়। এছাড়াও পৃষ্ঠপোষক প্রতিনিধি হিসেবে এএইচজেড এসোসিয়েটসএর গোলাম মর্তুজা, সামিস স্টুডিও এবং স্টোনব্রীজ লিগ্যাল সলিউশন্সের ব্যারিস্টারসঞ্জয় কুমার রায়কে সম্মনানা পদক তুলে দেন মেয়র ও ক্লাবের পরিচালনা পরিষদেরসদস্যবৃন্দ। বর্ষপূর্তি আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের সদস্য নীলা নিকিরলেখা ১০টি কবিতার বই প্রকাশের জন্য তাকে বিশেষ সম্মানানা জানানো হয়।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী নন্দিতা মুখার্জি ও সারোয়ার ইআলম। সবশেষে সকল অ্যালামনিদের নিয়ে বর্ষপূর্তির কেইক কেটে আনুষ্ঠানিকতাশেষ করেন বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরী।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০