শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

Share on facebook
Share on twitter
Share on linkedin

অনলাইন ডেস্ক- 

আওয়ামী লীগের শাসনামলে গুম ও জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এর মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

পাসপোর্ট অফিসের বরাত দিয়ে আজাদ মজুমদার বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন।

বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়ে ভারতকে জানানো হয়েছে কি না; এবং পাসপোর্ট বাতিলের তালিকায় আর কে কে আছেন—এমন প্রশ্নের জবাবে উপ–প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, তাঁর যে (শেখ হাসিনা) পাসপোর্ট বাতিল হয়েছে, এটা কিন্তু ভারত সরকারও জানে এবং ভারত সরকার থেকে ইতিমধ্যে বলা হয়েছে, তাঁকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। আর যাঁদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এই মুহূর্তে সুনির্দিষ্ট করে নাম প্রকাশ করা সম্ভব নয়।

পাসপোর্টের কাজে এজেন্ট নিয়োগের সিদ্ধান্ত

আজাদ মজুমদার জানান, পাসপোর্ট অফিস থেকে তাঁদের জানানো হয়েছে, আবেদনকারীদের অনেকে পাসপোর্ট অফিস–সংলগ্ন দোকান থেকে আবেদন করেন। এই দোকানগুলো ঘিরে কিছু দালাল চক্র গড়ে ওঠে। ফলে সেবাপ্রার্থীদের কিছু অসুবিধার সৃষ্টি হয়। এ সমস্যা কাটিয়ে ওঠার জন্য সিদ্ধান্ত হয়েছে যথাযথ কিছু এজেন্ট নিয়োগ দেওয়া হবে। যারা আবেদনকারীদের সাহায্য করবে।

আজাদ মজুমদার বলেন, বাংলাদেশি নাগরিকেরা দেশে পাসপোর্টের জন্য আবেদন করলে সেটি সরবরাহের জন্য প্রস্তুত হলে খুদে বার্তা পান। এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিদেশেও এই সুবিধা চালু হবে।

নির্বাচনের সময় নিয়ে যা বললেন প্রেস সচিব

নির্বাচনের সময় নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এটা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, যদি কম সংস্কার হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যেতে পারে। আর রাজনৈতিক দলগুলো ও অংশীজনেরা যদি মনে করেন আরও বেশি সংস্কার করবেন, অন্তর্বর্তী সরকারের কাছে যদি আরও বেশি সংস্কার চান, সে ক্ষেত্রে আরও ছয় মাস লাগবে। তিনি ২০২৬ এর প্রথমার্ধের কথা বলেছেন।

প্রেস সচিব বলেন, এটি (নির্বাচন) নির্ভর করছে অংশীজনেরা কী চাচ্ছেন বা কতটুকু সংস্কার তাঁরা চান। সত্যিকার অর্থে সংস্কার একটি চলমানপ্রক্রিয়া; কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। জনগণ মনে করে, যদি অন্তর্বর্তী সরকার থাকে, তাহলে অনেকগুলো সংস্কার করা হবে। আর জুলাই–আগস্টের আন্দোলনের একটি মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়িত করার জন্য সংস্কার কমিশন করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে, যাতে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থায় ফেরা যায়। এ নিয়ে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার অংশীজনদের সঙ্গে কথা বলবেন। সে অনুযায়ী এসব বিষয়ে সিদ্ধান্ত হবে।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গ

জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করার কথা। এটি কবে নাগাদ হতে পারে—এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কিছু অগ্রগতি হচ্ছে। যখন সুনির্দিষ্ট অগ্রগতি হবে, তখন জানানো হবে।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, বৈঠকে সংস্কার, নির্বাচন ও জাতীয় ঐক্য—এসব নিয়ে কথা হয়েছে।

বই দিতে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ

সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আজাদ মজুমদার নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই বিতরণের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, এবার প্রায় ৪০ কোটি ১৫ লাখ ৬৭ হাজার বই ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করার কথা। গতকাল সোমবার পর্যন্ত ১১ কোটি ১ লাখের বেশি পাঠ্যবই ছাপা হয়েছে, যার অধিকাংশই বিতরণ হয়েছে। এ প্রক্রিয়া চলমান।

এবার বই ছাপায় বিলম্বের জন্য কিছু কারণ উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, সাময়িক একটু দেরি হচ্ছে, সেটির জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। সরকার আশা করছে, চলতি মাসের মধ্যে সব বই ছাপা ও বিতরণ করা সম্ভব হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১