প্রেস বিজ্ঞপ্তি-
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবীতে মানচেষ্টার ও বার্মিংহাম বাংলাদেশ দূতাবাসের সামনে বৃটেনের সনাতনী হিন্দুসম্প্রদায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার মধ্যাহ্নে বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের সদস্যবৃন্দ যুক্তরাজ্যের বিভিন্ন শহর ব্রাডফোর্ড, হাইড, আস্টন, লিডস্, লিভারপুল, ওল্ডহাম ও রচডেল থেকে মানচেষ্টারে দলে দলে যোগ দেন।
উল্লেখ্য যে বিগত ২৭ নভেম্বর ২০২৪, বুধবার বার্মিংহাম বাংলাদেশ দূতাবাসের সামনে পার্শ্ববর্তী শহর কভেন্ট্রি, লাকবরাহ থেকে বার্মিংহামে সমাগত সনাতনী সম্প্রদায় বাংলাদেশে হিন্দুসম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ ও চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবীতে বিক্ষোভ প্রদর্শনকরেন।
তারা বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর, অহিংস আন্দোলনের বিপ্লবী নেতা জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
‘সংখ্যালঘু নির্যাতন বন্ধ কর’ , ‘চিন্ময় প্রভুর মুক্তি চাই’ সহ হিন্দুদের আটদফা দাবীর সমর্থনে শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল দূতাবাস চত্বর। সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ব্রাডফোর্ড সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে হাই কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।