প্রেরিত বার্তাঃ
দুটি পাতা একটি কুড়ির দেশ ও শাহজালাল শাহপরাণ এর পুণ্যভুমি সিলেট। সিলেট তথা দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বৃটেন প্রবাসী প্রাক্তণ ছাত্রদের উদ্যোগে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার মিলনমেলা অনুষ্ঠানকে সফল করার জন্য গত ১ আগষ্ট সোমবার বিকেলে পূর্ব লন্ডনের এক রেষ্টুরেন্টে পাইলটিয়ান এলামনাই ইউকের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লন্ডন এবং লন্ডনের বাইরের শহর থেকে আসা প্রাক্তণ ছাত্রদের প্রাণবন্ত উপস্থিতিতে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন প্রবীন পাইলটিয়ান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শিক্ষানুরাগী মকসুদ খান বাবুল। প্রাক্তণ ছাত্র মো. এমরান আহমেদের সুচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাক্তন ছাত্র শাহ মাহমুদ হাসান সিদ্দিকী।
মতবিনিময় সভায় বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সফররত প্রাক্তণ ছাত্রদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট পাইলটিয়ান এলামনাই এসোসিয়েশনের অন্যতম সংগঠক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, এডভোকেট মাসরুর চৌধুরী শওকত, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডাঃ আরমান আহমেদ শিপলু।
এছাড়াও প্রাক্তণ ছাত্রদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ আব্দুর রকিব, কামাল ইয়াকুব, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, মারুফ চৌধুরী, এম এ রকিব, সোয়েব আদমজী, মুফতি সুয়েব আহমদ, শাকিল আহমদ, আনজুম আলম, মোহাম্মদ জাকির আহমদ, সায়েক আহমদ সওদাগর, আবু জাফর মোহাম্মদ মাহবুব, এম কামরুজ্জামান জিতু, মোঃ আসাদুর রহমান, হাসান চৌধুরী, মোরশেদ আহমদ রিংকু, গোলাম নুরানী, মোস্তফা সারোয়ার আল আজহার, সৈয়দ শামী, সনজিত দাস, তৌহিদুল আবেদীন, আবু আরেফ, এম নুরুল ইসলাম জাবের, রানা চৌধুরী, আদিল চৌধুরী, ইমরান আহমদ চৌধুরী, আখলাকুর রহমান, আব্দুল্লাহ রহিম ফাতানি, হাসান মুজিব কোরেশি, কামরুল ইসলাম, রুহুল মুন্না, রিংকু সিংহা, তোফায়েল হোসেন রাসেল, ফুজায়েল আহমদ জনি, এম হাফিজ শিপলু, মিকদাত খান, মোঃ ওয়াহিদুল করিম, মাহফুজুল মনির মুন্না, জাহিদ ইসলাম, রাশেদ জামান, চৌধুরী রাশেদ নিজাম, কামরুল আহসান, জিয়া উদ্দিন মোঃ ওমর, মাহবুব শোভ, এনায়েতুল কে চৌধুরী, জাহিদ ইসলাম, সৈয়দ মুনজুর এলাহী, এন এফ এ জামান, রেজোয়ান জায়গীরদার ও মোহাম্মদ ইকরামুল হক সহ অন্যান্যরা।