৩ জুলাই, লন্ডনে সারথি আর্টসের ইমপ্রেশন টোয়াইলাইট

Posted by

ব্রিকলেন নিউজঃ
ইমপ্রেশন টোয়াইলাইট – যার মানে সন্ধ্যার আবহ!  শ্বৈল্পিক এমন শিরোনামে, আগামী ৩ জুলাই রবিবার বিকেল পাঁচটায় লন্ডনের  রিচমিক্সে শুরু হতে যাচ্ছে সারথি আর্টসের প্রথম অনুষ্ঠান—ইমপ্রেশন, টোয়াইলাইট।   সারথি,  দুই প্রতিভাবান শিল্পী ফারজানা সিফাত আর সাগুফতা শারমীনের চিন্তার ফসল, একজন প্রথিতযশা সঙ্গীতশিল্পী এবং অন্যজন স্বনামধন্যা লেখক। এঁরা দুজনই পরিচিত নাম, দীর্ঘদিন উদীচী এবং সত্যেন সেন স্কুল অভ পারফর্মিং আর্টসের সঙ্গে জড়িত থেকে বিলেতের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। সারথির এবারের আয়োজনে হিন্দুস্তানি ক্ল্যাসিকাল মিউজিক এবং পশ্চিমের ইম্প্রেশনিজমের ভেতর একটি তুলনা তুলে ধরা হবে। সঙ্গীত পরিবেশন করবেন সাদিয়া আফরোজ চৌধুরী, সঞ্জয় দে এবং ফারজানা সিফাত, ক্রেগ মারডক।এবং  যন্ত্রানুসঙ্গে থাকবেন কিরণ ঠাকরার, সুরজিত সিং অলখ, ওস্তাদ ইউসুফ আলি খান। আরো থাকবে আবৃত্তি ও নৃত্য।মূলত, বিলেতের সমাজে নানান সাংস্কৃতিক বিভাজন ও দূরত্বকে কমিয়ে আনার লক্ষ্য নিয়ে সারথি আর্টসের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন এর উদ্যেক্তারা।

অনুষ্টানের মহড়ায় কলাকুশলী গণ
ব্যাতিক্রমি  এই আয়োজন নিয়ে, সাগুফতা শারমীন বলেন–স্বপ্না আর আমি বহুকাল ধরে এ বিলাতমুল্লুকের অনেক অনুষ্ঠানমালার মূল ভাবনাচিন্তাগুলোয় জড়িয়ে ছিলাম, নেপথ্য থেকে মঞ্চে পাদপ্রদীপের আলোয়, সর্বত্র। গায়ক আর চিন্তকের মেলবন্ধন এবার; এবার আমরা ইংরেজিতে যাকে বলে জয়েনিং ফোর্সেস, তাই করলাম। আমরা বিভাজনগুলো নিয়ে কাজ করতে চাই, তাই আমাদের কাছে ভবিষ্যত প্রজন্মের বৃটিশ-বাংলাদেশী গায়ক-লেখক-চিন্তক তৈরির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই যাত্রায় আপনার সান্নিধ্য, শুভকামনা এবং যোগ আমাদের পাথেয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *