প্রেস বিজ্ঞপ্তি:
লন্ডন বাংলা বইমেলা কমিটির উদ্যোগে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস, বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতির সহযোগিতায় প্রতিবারের মতো আগামী ২ এবং ৩ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ১৪ তম বাংলাদেশ বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব।
বইমেলা উৎসবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতি মন্ত্রী কে এম খালেদ এমপি। শিক্ষা উপ মন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী এমপি। বাংলা একাডেেমির সভাপতি প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন। মহা পরিচালক জাতিসত্তার কবি মুহাম্মদ নূরুল হুদা। শিল্পকলা একাডেমির মহাপরিচাল লিয়াকত আলী লাকি। জাতীয় জাদুঘরের মহাপরিচালক মুহাম্মদ কামরুজ্জামান।
কবি মাসুদুজ্জামান কবি শিহাব শাহরিয়ার প্রমুখ্য।
এছাড়াও দেশের বেশ কয়েকটি স্বনামধন্য প্রকাশনা সংস্থা মেলায় অংশ নেবে।
সাংস্কৃতিক উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত লোকশিল্পী রথীন্দ্রনাথ রায়। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।






Leave a Reply