হাবিবুর রহমানের পিতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

Posted by

প্রেরিত বার্তা-

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, ‘বিলেত’ ম্যাগাজিনের বিজনেস এডিটর হাবিবুর রহমানের পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু তাহের এর মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, আবু তাহের ২ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে ঢাকা সিএমএইস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। ১৩ আগস্ট তিনি ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার, ফরিদগঞ্জ সাপুয়া গ্রামে। ৩ সেপ্টেম্বররবিবার সকাল ৯ টায় জানাজা শেষে গ্রামের পারিবারিক গোরস্থানে মরহুমকে সমাহিত করা হবে।মরহুমের বড় ছেলে হাবিবুর রহমান তাঁর বাবার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

বার্তা প্রেরক:
মোঃ আব্দুল হান্নান
মিডিয়া এবং আইটি সেক্রেটারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *