লন্ডনে শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা আজ

Share on facebook
Share on twitter
Share on linkedin

 

ব্রিকলেন ডেস্ক :

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে, জাপান ও যুক্তরাষ্ট্র সফর শেষে এখন লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ৭ মে, লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজন করেছে এক নাগরিক সংবর্ধনার। আজ দুপুর ২ ঘটিকা থেকে সেন্ট্রাল লন্ডনের ম্যারিয়েট হোটেলে আমন্ত্রিত অতিথিরা যোগ দিবেন সেই সংবর্ধনায়। প্রধানমন্ত্রীর সংবর্ধনা ঘিরে ব্যস্ত সময় পাড় করছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন গুলো।
উল্লেখ্য ৭ মে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য স্মরণীয় এবং রাজনৈতিক ভাবে আলোচিত একটি দিন। ২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে যাওয়ার পর শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার চেষ্টা চালায় সে সময়ের সেনা সমর্থিত সরকার।
তাঁকে বহন না করতে এয়ারলাইনসগুলোকে চাপ দেওয়া হয়েছিল । বৈধ টিকিট থাকার পরও ব্রিটিশ এয়ারওয়েজের বিমান শেখ হাসিনাকে দেশে আনতে অস্বীকৃতি জানায়। পরে শেখ হাসিনার দেশে ফেরার নিষেধাজ্ঞা তুলে নেয় তত্ত্বাবধায়ক সরকার। ৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা লণ্ডন থেকে ঢাকায় ফিরেন।
লাখো জনতা সেদিন তাঁকে সাদর অভ্যর্থনা জানিয়েছিল । ঢাকা বিমানবন্দর থেকে মিছিল-শোভাযাত্রা সহকারে তাঁকে ধানমণ্ডিতে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে নিয়ে আসে। যদি ও পরবর্তীতে ১৬ জুলাই তাঁকে গ্রেফতার করে হয়েছিল। সেই ঐতিহাসিক ৭ মে লন্ডন থেকে প্রায় শতাধিক নেতাকর্মী বাংলাদেশে গিয়েছিলেন শেখ হাসিনার সাথে। এবং শেখ হাসিনাকে গ্রেফতারের সাথে প্রবাসী নেতাদের ও সেই সময় গ্রেফতার করা হয়েছিল। এবং দীর্ঘদিন কারাভোগ করে অনেকে লন্ডনে ফিরে আসেন।
সেই বিশেষ দিনে নেত্রীকে সংবর্ধনা দিতে পেরে উচ্ছ্বসিত যুক্তরাজ্য আওয়ামী লীগ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১