দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করবেন না আরিফুল হক চৌধুরী

জুয়েল রাজ:
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্তের জন্য লন্ডনে আছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী,
যুক্তরাজ্য সফররত সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সোমবার (১০ এপ্রিল) সাক্ষাত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। লন্ডনের অভিজাত কিংস্টন এলাকার একটি ভেন্যুতে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে অংশ নিবেন না বর্তমান মেয়র আরিফুল হক। তিনি সোমবার দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে তার এই সিদ্ধান্তের কথা সেখানে অবস্থানরত অন্যান্যদের জানান। লন্ডন সময় বিকাল ৪টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অন্যান্য নেতাদের সঙ্গে আলাপচারিতায় মেয়র আরিফ নিজেই বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি নির্বাচন করবেন না।
তবে দলের নিজের পদ ও সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে দলীয় প্রধানের সাথে আলাপ করেছেন বলে ও জানা গেছে। তবে সরাসরি কোন আশ্বাসবাণী পান নি আরিফুল হক চৌধুরী, ভবিষ্যতের আশ্বাস নিয়েই ফিরেছেন বলে জানিয়েছেন একটি সূত্র।
এই ব্যাপারে আরিফুল হক চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায় নি। তাই সিলেটের নির্বাচন নিয়ে ধোঁয়াশা ও কাটছে না। দলীয় নেতা কর্মীদের আলোচনায় আছে শেষ পর্যন্ত যে কোন মূল্যে নির্বাচন করবেন আরিফুল হক চৌধুরী। সারাদেশের মতো সিলেটেও বিএনপি দলীয়ভাবে নির্বাচনে না গেলেও মেয়র আরিফ নাগরিক ব্যাপারে নির্বাচন করবেন বলে এক ধরনের গুন্জন চলছিলো কয়েকদিন ধরেই। এদিকে আরেক সূত্র বলছে, সিলেটে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে যিনি দাঁড়াবেন বলে গুন্জন শুনা যাচ্ছে তিনি মেয়র আরিফের সমর্থন পাবেন।
সিলেট থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী নমিনেশন নিশ্চিত বলেই মনে করছেন অনেকে । তিনি ইতিমধ্যেই গনসংযোগ করছেন এবং নির্বাচনের জন্য নমিনেশন ফরম তুলেছেন।
উল্লেখ্য মেয়র আরিফ যুক্তরাজ্য হয়ে ইতালির মিলান ঘুরে গত ৫ দিন ধরে লন্ডনে অবস্থান করেন। গতকাল ৯ এপ্রিল লন্ডন থেকে ফ্লাইট করার কথা থাকলেও বৈঠকের জন্য শেষমূহুর্তে ফ্লাইটটি পরিবর্তন করেন তিনি।