রোহিঙ্গা সংকট মোকাবেলায় সহায়তা বৃদ্ধির পক্ষে ব্রিটিশ এমপিরা

Posted by

ব্রিকলেন নিউজ: 

প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা (এমপিরা)। একই সঙ্গে তারা রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়াতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবরণীতে দেখা গেছে, গত মঙ্গলবার ‘বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা’ বিষয়ক এক আলোচনায় অংশ ব্রিটিশ এমপিরা। আলোচনা শুরু করেন বেডফোর্ডের এমপি মোহাম্মদ ইয়াসিন। তিনি গত জানুয়ারিতে কক্সবাজার সফর করেন। তিনি রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন।

যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, প্রধান বিরোধী দল লেবার পার্টি ও স্কটিশ ন্যাশনাল পার্টির এমপিরাও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের উদারতার প্রশংসা করেন। ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার জন বারকো বলেন, এই সংকট মোকাবিলায় সবার বাংলাদেশের পাশে থাকা উচিৎ।

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেন, ‘কক্সবাজারে রোহিঙ্গা শিবিরের বাসিন্দাদের অর্ধেকের বেশি শিশু। তারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

বেডফোর্ড ইস্টের এমপি ইমরান হোসেন বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় সাহায্যের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার অর্ধেকও পাওয়া যায়নি। বিষয়টি হতাশাজনক।’লাফবরোর এমপি জেন হান্ট গত মার্চে বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা স্মরণ করেন।মিড ডার্বিশায়ার থেকে নির্বাচিত এমপি পলিন ল্যাথাম বলেন, ‘আন্তর্জাতিক উন্নয়ন কমিটি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ইপসুইচের এমপি টম হান্ট বাংলাদেশে সহায়তা আরো বৃদ্ধির পক্ষে মত দেন।’ তিনি রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে জোরালো প্রতিক্রিয়া প্রত্যাশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *