পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত হামলাকারীর নাম জিহাদ আল-শামি। তিনি সিরীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক।

ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্রতম দিন ইয়োম কিপুর উপলক্ষে পূর্ণ উপচে পড়া অবস্থায় থাকা হিটন পার্ক হিব্রু কংগ্রিগেশন ইহুদি উপাসনালয়ে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, হামলাকারী গাড়ি দিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং পরে ছুরি নিয়ে হামলা চালায়। হামলার পরপরই পুলিশের গুলিতে সে নিহত হয়।
পুলিশ আরো জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
উত্তর ম্যানচেস্টারের প্রেস্টউইচ এলাকায় শুক্রবার হামলাকারী জিহাদ আল-শামির বাড়ি হিসেবে ধারণা করা একটি বাসভবনের বাইরে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ম্যানচেস্টারের এই হামলার পর দেশজুড়ে ইহুদি উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ডেনমার্কে ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি যুক্তরাজ্যে ফিরে আসার প্রস্তুতিকালে বলেন, ‘আমরা ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করছি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেব।’
স্টারমার বলেন, ‘এই হামলা ইয়ম কিপুরে ঘটায় তা আরো ভয়াবহ। আমি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং জরুরি সেবা ও প্রথম সাড়া দানকারীদের ধন্যবাদ জানাই।
ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম বিবিসিকে বলেন, শহরটি একটি ‘গুরুতর ঘটনার’ মুখোমুখি। তবে তিনি যোগ করেন, তাৎক্ষণিক বিপদ কেটে গেছে ও জিএমপি দ্রুত পদক্ষেপ নিয়েছে। সাধারণ মানুষ ও নিরাপত্তাকর্মীরাও অসাধারণ সহায়তা দিয়েছেন।