বাবা আমি দু:খিত,আমাকে যেতে হবে – লিখে ঘর ছাড়লেন কিশোর হামজা

Posted by

ব্রিকলেন নিউজ-
বাবা আমি দু:খিত, আমাকে যেতে হবে –  এই নোট লিখে বাড়ি থেকে নিখোঁজ  হয়েছে ১৫ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি কিশোর মোহাম্মদ হামজা আলী ।
লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত  পূর্ব লন্ডনের বাসিন্দা  হামজা গত ১৪ সেপ্টেম্বর  বো স্কুল থেকে বাসায় ফিরে তার ফোনের চার্জার ও সামান্য কিছু কাপড় চোপড় নিয়ে  বের হয়ে যান এর পর থেকে তাঁকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। সর্বশেষ ঐদিন সকাল ৮:১৫ মিনিটে বো  স্কুলের সিসিটিভি  ক্যামেরায় তাকে  দেখা গিয়েছিল । এর পর থেকে তার ফোন ও বন্ধ রয়েছে।  তার স্কুলের ব্লেজারে একটি নোট পাওয়া গেছে যাতে লেখা ছিল যে তিনি সমস্যায় আছেন এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে।  তার ফোন বন্ধ এবং আমরা তাকে খুঁজে পাচ্ছি না তারপর থেকে কেউ তাকে শুনেনি বা দেখেনি।  বাড়ি ছাড়ার সময় হামজা একটি লম্বা নীল নৌবাহিনীর কোট পরেছেন বলে জানিয়েছে তার পরিবার। ইতমধ্যে পুলিশকে ও অবিহিত  করা হয়েছে। হামজার এই স্বেচ্ছা  অন্তর্ধানে  কমিউনিটিতে এক ধরণের আতংক ও কাজ করছে, কিশোর গ্যাং  এর ঝামেলা নাকী উগ্রবাদে জড়িয়ে পরা,  না একান্তই ব্যাক্তিগত কারণে ঘর ছাড়লেন হামজা, এসব নিয়ে চলছে আলোচনা। তবে দিন শেষ উদ্বিগ্ন  সবাই চাইছেন হামজা ফিরে আসুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে  শেয়ার হচ্ছে তার নিখোঁজ  বিজ্ঞপ্তি। পরিবারের প্রতি  সমবেদনা জানাচ্ছে মানু্ষ।
 যদি তাকে কোথাও  দেখা যায় তাহলে অনুগ্রহ করে 101/999 এ কল করতে  এবং CAD/ (
 4898/14   sept 23।  অথবা রেশমা 07803836555।  এই নাম্বারে ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *