টিউলিপ সিদ্দীক এর বিরুদ্ধে প্রচারণা লেবার পার্টির প্রতিবাদ

Posted by

প্রেস বিজ্ঞপ্তি:

গতকাল ১০জুন ২০২৫ মঙ্গলবার লন্ডন সময় বিকেল ৫টায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেন্স সেন্টারে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি ও ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের আয়োজনে চার বারের নির্বাচিত ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের তথাকথিত বিভিন্ন মিডিয়ায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ও প্রোপাগান্ডার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক স্পিকার আহবাব হুসেইন, সাবেক কাউন্সিলর তারিক খান, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, লেবার পার্টির বি এম ইর সাবেক চেয়ার ডক্টর আনিছুর রহমান আনিছ, বি এম ইর সাধারণ সম্পাদক বাবুল খান, হুয়াইট চ্যাপেল ওয়ার্ড লেবার দলের সাধারন সম্পাদক সুয়েজ মিয়া, লেবার দলের সহ সভাপতি নাজমা হুসেইন, আসমা বেগম, ব্যাবসায়ী সামস উদ্দিন সামস, সাংবাদিক শাহেদ রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিরু, ব্যাবসায়ী বদরুল হক, কমিউনিটি নেতা মুকসুদ রহমান, সাংবাদিক মুমিন আহমেদ, ব্যবসায়ী দিপঙ্কর তালুকদার সহ আরও অনেকে।

সভায় বক্তারা টিউলিপ সিদ্দিক এমপির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মিডিয়া প্রোপাগান্ডার প্রতিবাদ জানান।

তারা বলেন বাংলাদেশের প্রশাসনের ছত্রছায়ায় অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশের তথাতকথিত এই সকল সংবাদ মাধ্যম নানা অপপ্রচার চালাচ্ছে এবং তার ভাবমূর্তি ক্ষুন্ন করছে। ব্রিটিশ মুল ধারার রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
বক্তারা বলেন নভেল বিজয়ী ড. ইউনুসের উচিত ব্রিটেন সফর কালে এর জবাব দেয়া, আমরা মনে করি ড. ইউনুস তার নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি বিশেষ একটি গোষ্টীর হীন স্বার্থ হাসিলে তাদের হয়েই কাজ করছেন।

ড. ইউনুসের প্রেস সচিব সফিকূল আলমকে মিথ্যাবাদী আখ্যায়িত করে বক্তরা বলেন এই সফিকুল আলম বিভিন্ন বিষয়ে বার বার মিথ্যাচার করছেন। তিনি দুদিন আগে বলেছেন টিউলিপ সিদ্দিকের কোন পত্র পাননি। গতকাল লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন ‘‘ আমরা পেয়েছি’’। তিনি প্রেস সচিবের দায়িত্ব নিয়ে কথা বলছেন রাজনৈতিক ভাষায়। আমরা মনে করি তিনি এই দায়িত্ব নিয়ে তার রাজনৈতিক দর্শন বাস্তবায়নে কাজ করছেন। আমরা প্রফেসর ইউনুসকে অনুরোধ করছি এধরনের দলবাজদের থেকে সতর্ক থাকতে। অন্যথায় দেশ ও জাতির ক্ষতি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *