কাউন্সিলের বাসা ভোগ দখল বিতর্কে আপসানা

Posted by

ব্রিকলেন নিউজ- 

ব্রিটিশ  বাংলাদেশী বংশোদ্ভূত এম পি টিউলিপ  সিদ্দিক ও রোশনারা আলীর পর এবার নতুন বিতর্কে  জড়ালেন লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত পপলার–অ্যান্ড–লাইমহাউস এলাকার সংসদ সদস্য আপসানা বেগম ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অভিযোগে বলা হয়েছে, বছরে উল্লেখযোগ্য পরিমাণ আয় থাকা সত্ত্বেও তিনি এখনো কাউন্সিলের ঘরে বসবাস করছেন— যা সাধারণভাবে নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দ।
স্থানীয় এক বাসিন্দা ফেসবুকে লেখেন, “এলাকায় হাজারো মানুষ গৃহহীন, সরকারি বাসস্থানের জন্য বছরের পর বছর অপেক্ষা করছেন। অথচ একজন সংসদ সদস্য এমন ঘরে থাকছেন— এটা ন্যায়সঙ্গত নয়।” এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়লে অনেকে এতে সায় দেন এবং আপসানা বেগমের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

তবে সমালোচনার বিপরীতে সমর্থকদের একাংশ এমপি আপসানার পাশে দাঁড়িয়েছেন। তারা বলেন, তিনি পারিবারিক নির্যাতনের ,শিকার ছিলেন এবং সংখ্যালঘু নারী হিসেবে রাজনীতিতে প্রতিকূল পরিবেশে কাজ করছেন। সাধারণ নাগরিকের মতো সরকারি সুবিধা নেওয়ায় তার দোষ খুঁজে পাওয়া ঠিক নয় বলেও তারা মনে করেন।

অন্যদিকে সমালোচকরা বলছেন, সংসদ সদস্য হিসেবে উচ্চ বেতন ও সুবিধা ভোগ করেও তিনি দরিদ্রদের জন্য বরাদ্দ বাসায় থাকছেন— এটি নৈতিকতার পরিপন্থী। তাদের দাবি, আপসানার উচিত ছিল এই বাসা ছেড়ে প্রয়োজনে থাকা গৃহহীন পরিবারকে সুযোগ দেওয়া।

আপসানা বেগমের রাজনৈতিক জীবন শুরু হয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে, যেখানে তার প্রয়াত বাবা একসময় জনপ্রতিনিধি ছিলেন। তার পরিবারের শিকড় বাংলাদেশের সুনামগঞ্জে। সংসদে পারিবারিক সহিংসতা ও নারীর নিরাপত্তা নিয়ে তার সাম্প্রতিক আবেগঘন বক্তব্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল, যা তাকে সাধারণ মানুষের কাছে সহমর্মী নেত্রী হিসেবে তুলে ধরে।

এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা আরও তীব্র হচ্ছে, এবং অনেকেই প্রশ্ন তুলছেন— একজন প্রভাবশালী এমপি কি সাধারণ নাগরিকের জন্য নির্ধারিত সুবিধা ভোগ করা উচিত?

ব্রিটেনের মূল ধারার  রাজনীতিতে  ক্রমেই ধূসর হয়ে আসছে বাংলাদেশী বংশোদ্ভূতদের অবস্থান ,বর্তমান সংসদে চারজন বাংলাদেশী বংশোদ্ভূত এমপি’র মধ্যে ইতোমধ্যে   বিতর্কের মুখে মন্ত্রীত্ব ছাড়তে হয়েছে  প্রথম ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রোশনারা আলী  তাঁর ভাড়াটিয়া বদলে ৭০০ পাউন্ড বাড়ি ভাড়া বৃদ্ধির  বিতর্কে  মন্ত্রীত্ব থেকে  পদত্যগ করেন। এর ও আগে বাংলাদেশী রাজনীতীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ  হাসিনার সরকারের আর্থিক সুবিদা নেয়ার বিতর্কে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। সর্বশেষ এবার নতুন বিতর্কে যুক্ত হলেন আফসানা বেগম।

যদিও আপসানা বেগমের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া জানা যায়নি এখনো ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *