সমগ্র জাতির পক্ষ থেকে  কমরেড শ্রীকান্ত দাশ কে রেড স্যালুট –  কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম

Share on facebook
Share on twitter
Share on linkedin
ব্রিকলেন নিউজঃ 
 বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাবেক সভাপতি জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন কমরেড শ্রীকান্ত দাশ ছিলেন চারণ কমরেড,বিশুদ্ধ মানুষ,মাটির মানুষ,বর্ষার পলি মাটি আবার চৈত্রের শক্ত মাটির ন্যায় আদর্শিক মানুষ। যিনি ভাটির হাওরের ঘরে ঘরে সমাজতন্ত্রের বীজ বপন করেছেন যিনি অর্গানিক ইন্টেলেকচুয়াল। তাঁর  জীবন, কর্ম ও  ত্যাগ এক উজ্জ্বল দৃষ্টান্ত।  আমার পক্ষ থেকে সর্বোপরি সমগ্র জাতির পক্ষ থেকে তাঁকে  রেড স্যালুট। । তিনি গতকাল রোববার কমরেড শ্রীকান্ত দাশের ১৩তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির  বক্তব্যে এসব কথা বলেন।
শ্রীকান্ত সংহতি পরিষদ যুক্তরাজ্যের আয়োজনে গতকাল রোববার লন্ডনে অনুষ্ঠিত শ্রীকান্ত দাশের ১৩তম মৃত্যুবার্ষিকীর ভার্চুয়াল স্মরণসভায় সভাপতিত্ব করেন, শ্রীকান্ত  সংহতি পরিষদের অন্যতম উদ্যোক্তা এবং কমিউনিস্ট পার্টির যুক্তরাজ্য ও ইউরোপ শাখার সভাপতি কমরেড অ্যাডভোকেট আবেদ আলী আবিদ।
স্মরণসভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন শ্রীকান্ত দাশ আমাদের জন্য অনুকরণীয়,অনুস্মরণীয়। আমাদের আন্দোলন সংগ্রাম ও দাঁড়ানো জন্য এক খুঁটি ছিলেন।
স্মরণসভার শুরুতে সূচনা ও স্বাগত বক্তব্য রাখেন শ্রীকান্ত সংহতি পরিষদের অন্যতম সংগঠক সাংবাদিক জুয়েল রাজ।
কমরেড শ্রীকান্ত দাশের ১৩তম প্রয়াণ দিবসের স্মরণসভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। তিনি বলেন কমরেড শ্রীকান্ত দাশ পাঠ করলে দেখা যায় তিনি রাজনীতির বক্তব্য,কবিতা,গান লিখে থেমে জান নি। তিনি গান করে শোষক ও নিপীড়কদের বিরোদ্ধে উজ্জীবিত,উদীপ্ত,উদ্দীপনা যোগিয়ে আন্দোলনের দানা বাঁধতে রাস্তায় নেমেছেন প্রকৃষ্ট উদাহরণ ভাটি অঞ্চলে  স্বৈরাচার বিরোধী আন্দোলন। শুধু তাই নয় তাঁর প্যারোডি গানের ভাষা দুর্নীতির বিরুদ্ধে ,ভেজালের বিরুদ্ধে, অধিকার আদায়ের, সমাজ পরিবর্তনে  নিপীড়িত মানুষকে জাগিয়ে সংগঠিত করতে আহ্বান করে।
যুক্তরাজ্য সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য ও উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রফিকুল হাসান খান জিন্নাহ বলেন- ‘সত্যেন সেনের প্রতিচ্ছবি হচ্ছেন কমরেড শ্রীকান্ত’।
আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের প্রবাসী সংগঠক ও লেখক মাহমূদ এ র‌উফ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জোবাইদা নাসরীন কণা , বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক উত্তম চৌধুরী, কবি ও রাজনৈতিক নেতা মুজিবুল হক মনি,সিলেট উদীচী সংসদের সভাপতি কবি এনায়েত হাসান মানিক,সিলেট প্রগতি লেখক সংঘের সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট সুব্রত দাস, কবি ও লেখক নীলকান্ত দাশ, মুক্তিযোদ্ধা ও রাজনীতিক হারুন অর রশীদ,যুক্তরাজ্যের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি সৈয়দ এনাম,
সিলেট জাসদ’র সম্পাদক মন্ডলীর সদস্য ও ঢাকা দক্ষিন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুকান্তি ভট্টাচার্য মনি,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শাল্লা শাখার সাধারণ সম্পাদক অনাদি তালুকদার,সাংস্কৃতিক কর্মী শিক্ষক এনায়েত সারোয়ার,
শাল্লা উদীচীর সাধারণ সম্পাদক চম্পা তালুকদার, কবি ও লেখক নীলকান্ত দাস, কমরেড শ্রীকান্ত দাশের পত্নী ছায়া রাণী দাশ ও সন্তান দুরন্ত দাশ প্রমুখ।
Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১