আজ ১১ই জানুয়ারি, ২০২৬, রাত ৯:০৮

সবার সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা

Share on facebook
Share on twitter
Share on linkedin

অনলাইন ডেস্ক-

কেবল নীতি সুদহার বাড়ানো বা কমানোর মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তাঁর মতে, মূল্যস্ফীতি কমাতে সরবরাহব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নানা উদ্যোগের ফলে মূল্যস্ফীতি বর্তমানে সহনীয় পর্যায়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন, এই ধারা ধরে রাখতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাংকিং অ্যালমানাক’-এর সপ্তম সংস্করণের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, সুদহার কমানো সহজ প্রক্রিয়া নয়, তবে ট্রেজারি বিলের সুদহার কমার প্রভাব ধীরে ধীরে ব্যাংক ঋণের সুদহারে পড়বে। দেশের সামষ্টিক অর্থনীতি এখন আগের চেয়ে স্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন কোনো একক সরকারের কৃতিত্ব নয়, এটি ধারাবাহিক উদ্যোগের ফল।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থা থেকে কিছুটা শক্ত অবস্থানে এলেও দ্রুত বিকাশমান অর্থনীতিতে পরিণত হতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি উদ্যোক্তা ও কৃষকদের আস্থার ওপর গুরুত্বারোপ করেন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি ও সরবরাহ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে ব্যাংক খাতের সমস্যা, সুদহার পরিস্থিতি ও আর্থিক খাত সংস্কার নিয়েও আলোচনার পাশাপাশি ‘ব্যাংকিং অ্যালমানাক’-এর নতুন সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১