ব্রিকলেন প্রতিবেদনঃ
যুক্তরাজ্যে পলাতক অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের করা এ মামলায় তাঁর স্ত্রী ফারজানা আনজুম খান, দুই মেয়ে শেওতাজ মুনাসী খান এবং বারিশা পিনাজ খানকেও আসামি করা হয়েছে।
দুদক সূত্র জানায়, গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক জালাল উদ্দিন আহম্মদ বাদী হয়ে কর্নেল শহীদ এবং তাঁর স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে মামলা করেন।
এর আগে ১৭ কোটি টাকা আয়কর ফাঁকির দায়ে অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ উদ্দিন খানকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২০২০ সালের ২০ ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালত এ সাজা দেয়। আসামি শহীদ উদ্দিন খান একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার প্রকৃত আয়-ব্যয় ও সম্পদের তথ্য গোপন করায় তাকে নয় বছরের সাজা দেয়া হয়। ।
উল্লেখ্য,কর্নেল (অবঃ) মোঃ শহীদ উদ্দিন খান ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে ২০০২ সালের ১৫ মার্চ জাতিসংঘ মিশন মনুক্কো কঙ্গোতে যান। ২ মাস পর মিথ্যা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মিশন হতে নাম প্রত্যাহার করে দেশে আসেন। অধিনায়ক হিসেবে ৩০ রাইফেল ব্যাটালিয়নে বদলী হন।
পরবর্তীতে, তাকে চাঁপাইনবাবগঞ্জের ৬ রাইফেল ব্যাটালিয়নে আন্তঃ বদলি করা হয়। ৬ রাইফেলে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে।
২০০৪ সালের ২৮ নভেম্বর হতে ১০ ফেব্রুয়ারি ২০০৫ পর্যন্ত তৎকালীন ঢাকায় বিডিআর সদর দপ্তর পিলখানায় কোর্ট মার্শালে তার বিরুদ্ধে সর্বমোট ২৮টি অভিযোগ প্রমাণ হলে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। এরপর ২০১৩ সালে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সেনানিবাসে অবাঞ্চিত হন। ২০২১ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার পদবী ও বাতিল করে সরকার। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইতিপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ১৪ ডিসেম্বর ২০০৯ তারিখে জারীকৃত প্রজ্ঞাপনের ছকের ৩৫ নম্বর ক্রমিকের বিএ-২৪২৮ কর্নেল মো. শহীদ উদ্দিন খাঁন, পিএসসি (অব.)-এর বরখাস্তের পরিবর্তে স্বাভাবিক অবসর সংক্রান্ত আদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২৩ মার্চ ২০১০ তারিখে জারীকৃত প্রজ্ঞাপনের ছকের ঘ-এর ৩৫ নম্বর ক্রমিকে বর্ণিত কর্মকর্তার কর্নেল পদে ভূতাপেক্ষ পদোন্নতিসহ অকালীন অবসর সংক্রান্ত আদেশ বাতিল করা হলো।’
শহীদ উদ্দিন খানের বিরুদ্ধে প্রবাসে পলাতক থাকা অবস্থায় রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।



