বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাজানো রায় প্রত্যাখ্যান করে যুক্তরাজ্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শতাধিক আইনজীবীর বিবৃতি।
১৭ নভেম্বর, সোমবার যুক্তরাজ্য বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রেসিডেন্ট ব্যারিস্টার মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়ের পাঠানো এক বিবৃতিতে স্বাক্ষরকারী আরও ১৪০ জন আইনজীবী বলেন, “আমরা গভীর ক্ষোভ ও দুঃখের সাথে লক্ষ্য করছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করেছে, তা সম্পূর্ণ প্রহসনমূলক, অগ্রহণযোগ্য এবং সাজানো নাটকের মতো। স্বৈরাচারী, পক্ষপাতদুষ্ট ও ন্যায়বিচারবিরোধী আচরণের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য ও প্রমাণ গ্রহণের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন ‘ক্যাঙারু কোর্ট’-এ পরিণত হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশের কোটি মানুষ এ পূর্বনির্ধারিত রায়কে ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে। তারা উল্লেখ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় বিদ্বেষমূলক ও ষড়যন্ত্রপ্রসূত। পাশাপাশি তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ড. মুহাম্মদ ইউনুস এই রায়ের মাধ্যমে জাতিকে বিভক্ত করে দেশের শান্তি ও সমৃদ্ধি নষ্ট করতে চাচ্ছেন।
আইনজীবীরা আরও জানান, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যারিস্টার, সলিসিটর এবং আইনজীবী সমাজ বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং এই “ক্যাঙারু কোর্ট”-এর প্রহসনমূলক রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।



