লন্ডন একুশের প্রভাতফেরি পরিষদের দিনব্যাপী কর্মসূচী

Share on facebook
Share on twitter
Share on linkedin

আব্দুল গাফফার চৌধুরীকে মরনোত্তর সম্মাননা প্রদান 

জুয়েল রাজ:
মহান একুশের ঐতিহ্য  একুশের প্রভাতফেরি  কে ব্রিটেনের নতুন প্রজন্মের মাঝে পরিচিত করতে প্রতি বছরের মত, লন্ডনে অনুষ্ঠিত হয়েছে  প্রভাতফেরি।
একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদের আয়োজনে সাপ্তাহিক ছুটির দিন ২৫ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় শিশু, তরুন প্রজন্ম  ও নানা শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণে  লন্ডনের আলতাব আলী পার্কে  পালিত হল প্রভাত ফেরি। আমার ভাইয়ের রক্তে রাঙানো  একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের সাথে আলতাব আলী পার্ক প্রদক্ষিণ করে প্রভাতফেরি র‍্যালিটি ফিরে আসে শহীদ মিনার বেদীতে, বিদেশী মানুষজন অবাক হয়ে  দাঁড়িয়ে দেখে র‍্যালিটিকে, অনেকে কাছে এসে জানতে চায়  র‍্যালি সম্পর্কে।
প্রভাতফেরী পরবর্তী সংক্ষিপ্ত সমাপনী
বক্তৃতায় পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বলেন, বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে তার শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেয়া একান্ত প্রয়োজন। আমাদের ভাষা,ভাষা আন্দোলন,সমৃদ্ধ সংস্কৃতি,ঐতিহ্য মন্ডিত সংগ্রামমুখর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারলে তারা ও গর্ব করার মত অনেক বিষয় খুঁজে পাবে। নিজ শেকড়ের সাথে অটুট সেতুবন্ধন তৈরি হবে যা তাদের গর্বিত আত্মপরিচয়ের সন্ধানে সাহায্য করবে।
প্রভাতফেরি পরবর্তী সংক্ষিপ্তসভা পরিচালনায় ছিলেন  আয়োজন পরিষদের সদস্য সচিব জামাল আহমেদ খান।
এরপর দুপুরে ব্রাডি আট সেন্টারে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা,  সাংস্কৃতিক অনুষ্ঠান,গুণীজন সম্মাননা প্রদানও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশের প্রভাত ফেরি আয়োজন পরিষদ যুক্তরাজ্যের সংগ্রামী আহবায়ক মুক্তিযোদ্ধা লোকমান হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব জামাল আহমদ খান। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উদীচী,সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টস এবং লন্ডনের স্থানীয় শিল্পীরা । সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজন পরিষদের প্রাক্তন সদস্য সচিব আমিনা আলী। সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী সমাপনী অধিবেশনে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও এবছর প্রভাতফেরী আয়োজন পরিষদের পক্ষ থেকে বাংলা ভাষার জন্য অবদান রাখা তিন গুণীজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন প্রয়াত আবদুল গাফফার চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ, ডা: আহমেদ জামান।
প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সাবেক স্পিকার মোঃ আব্বাস হোসেন, মাহমুদ এ র‌উফ, আবেদ আলি আবিদ, আব্দুল আহাদ চৌধুরী, হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, নিসার আহমদ, নিলুফা ইয়াসমিন হাসান, নুর উদ্দিন আহমদ, জামাল আহমদ খান, সাংবাদিক মিল্টন রহমান, সাংবাদিক বুলবুল আহসান, সুলতানা জলি, নুরুল ইসলাম, বাবলু খন্দকার, জুবের আক্তার সোহেল, মুনজেরিন রশীদ চৌধুরী, নাসিমা কাজল, সেলিনা শফি, কবি হামিদ, অসীমা দে, মুহাম্মদ, শাহরিয়ার বিন আলী, স্মৃতি আজাদ, সাংবাদিক জুয়েল রাজ, ইফতেখারুল হক পপলু, নাসরিন মঞ্জুরী,  সুশান্ত দাস প্রশান্ত প্রমুখ। উল্লেখ্য বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং অপরাপর ভাষাভাষী মানুষের মাঝে অমর একুশের গৌরবোজ্জ্বল সংগ্রাম ছড়িয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে ২০১৬ সাল থেকে প্রতিবছর লন্ডনে প্রভাতফেরির আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কারণে বিগত দুই বছর ভার্চুয়ালি প্রভাতফেরীর অনুষ্ঠান সম্পন্ন হলেও এবার পুনরায় লন্ডনের আলতাব আলী পার্কে সশরীরে প্রভাতফেরী অনুষ্ঠিত হয় ।
মূলত ২০১৬ সালে বাংলাদেশ যুব ইউনিয়নের আহবানে   মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠে একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদ যুক্তরাজ্য।
Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১