ব্রিকলেন নিউজঃ লন্ডনের ব্রিকলেন, বাংলা টাউন গেইটের পাশেই ১৮ মার্চ শুক্রবার উদ্বোধন হল ব্রিটিশ বাংলাদেশী শিল্পী মোহাম্মদ আলী এমবিইর আঁকা মাটির টানে ম্যুরালের।
বাংলা টাউন গেইট ও ম্যুরালের উদ্বোধন করলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস। উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আহবাব হোসেন, বাংলাদেশ হাই কমিশনার সাঈদা মুনা তাসনিমসহ স্থানীয় কাউন্সিলাররা।
মাটির টানের আর্টিস্ট মোহাম্মদ আলী এমবিই জানান, মূলত ব্রিটিশ বাংলাদেশীদের নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের টান সেটাই ফুটিয়ে তুলা হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ব্রিটেনে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বছরব্যাপী সমাপ্তি হয় এই ম্যুরাল উদ্বোধনের মাধ্যমে। বাংলাদেশের নৌকা ও মাঝি, চা বাগান, সিলেটের ঐতিহাসিক কীন ব্রীজ সেখানে স্থ্যান পেয়েছে। বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের হোয়াইটচ্যাপেলর নামের পাশে বাংলা সাইন স্থাপনের পর বাংলাটাউনের গেইটে লাগানো হয় বাংলা সাইন।
