বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সাথে বাসস চেয়ারম্যানের ভিউ এক্সচেঞ্জ

Share on facebook
Share on twitter
Share on linkedin

প্রেস বিজ্ঞপ্তিঃ

লন্ডন সফররত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন শনিবার, ১১ অক্টোবর সন্ধ্যায় পূর্ব লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্টজনের সাথে ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রামে আনোয়ার আলদীন সাম্প্রতিক বাংলাদেশ ও সাংবাদিকতা বিষয়ে কথা বলেন এবং ব্রিটেনে কর্মরত সাংবাদিকদের খোঁজখবর নেন এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চেষ্টা করেন। প্রথিতযশা সাংবাদিক আনোয়ার আলদিন তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের কিছু অংশ তুলে ধরে বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় বাংলাদেশের গণমাধ্যমে সেল্ফ সেন্সরশীপ চেপে বসেছিল। ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর সাংবাদিকরা তাদের হারানো স্বাধীনতা ফিরে পেয়েছেন স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন। তবে ব‍্যাক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংঘটিত কয়েকটি খুনের ঘটনায় সাংবাদিক নিহত হওয়ার ঘটনাকে তিনি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। ‌

সাংবাদিক আনোয়ার আলদীন সাথে ভিউ এক্সচেঞ্জ‌ অনুষ্ঠানে ব্রিটেনে গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র প্রেসিডেন্ট শাকির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক রাস্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। ক্লাবের জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মতবিনিময়ে অংশ নেন বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, অর্গানাইজিং সেক্রেটারি আতাউর রহমান, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল আ‍্যফেয়ার্স সেক্রেটারি মাহবুবুল আলম তোহা, আইটি সেক্রেটারি রাজিব হাসান, জয়েন্ট সেক্রেটারি এসএইচ সোহাগ, আইঅন টেলিভিশনের প্রেজেন্টার মিডিয়া ব্যক্তিত্ব মাসুদুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর কন্ট্রিবিউট ড. আজিজুল আম্বিয়া, একুশে টিভির ইউকে প্রতিনিধি সাংবাদিক শফিক শাহেদ, সাংবাদিক ক্লাব মেম্বার আহমেদ সাদিক, মারুফ গিয়াস বাপ্পি, ইকরা বাংলার শরীফ আহমেদ সহ কমিউনিটির বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে আনোয়ার আলদীনকে ক্লাবের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১