ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করলেন মির ইয়ার বালোচ
ব্রিকলেন ডেস্ক-
ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে, বালোচদের পরিচিত লেখক ও অধিকারকর্মী মির ইয়ার বালোচ পাকিস্তান থেকে বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ একাধিক পোস্টে এই ঘোষণা দেন এবং ভারতের সরকারকে আহ্বান জানান যেন দিল্লিতে একটি বালোচ দূতাবাস খোলার অনুমতি দেওয়া হয়।
মির ইয়ার বালোচ দীর্ঘদিন ধরে বালোচ জনগণের অধিকারের পক্ষে কথা বলে আসছেন। তিনি জাতিসংঘকে বালোচিস্তানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর অনুরোধ জানান এবং পাকিস্তান সেনাবাহিনীকে অঞ্চলটি থেকে প্রত্যাহার করার দাবি তোলেন।