সায়মা ওয়াজেদ পুতুলের AIIMS সফর:

Share on facebook
Share on twitter
Share on linkedin

নবজাতক সেবায় উদ্ভাবন, গবেষণা ও অংশীদারিত্বের উপর গুরুত্বারোপ

 

ব্রিকলেন ডেস্ক-


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা  ওয়াজেদ পুতুল , আজ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS)-এর নবজাতক সেবা ও গবেষণার জন্য স্বীকৃত WHO সহযোগী কেন্দ্র পরিদর্শন করেছেন। সফরের সময় তিনি নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (NICU) এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসক, গবেষক ও নবজাতকের পরিবারদের সঙ্গে মতবিনিময় করেন।

সায়মা ওয়াজেদ বলেন, “নবজাতকদের সুস্থতা নিশ্চিত করতে হলে আমাদের পুরো স্বাস্থ্যব্যবস্থাকে আরও মানবিক, উদ্ভাবনী এবং অংশীদারিত্ব-ভিত্তিক করে গড়ে তুলতে হবে। AIIMS-এর এই কেন্দ্র সেই দৃষ্টান্তই স্থাপন করছে।”

এই সফরের মাধ্যমে আঞ্চলিক পরিচালকের “রোডম্যাপ ফর রেজাল্টস অ্যান্ড রেজিলিয়েন্স”-এর মূল অগ্রাধিকারগুলোর অন্যতম—নারী, শিশু এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর বিনিয়োগ এবং গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি—এটা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

 

১৯৯৭ সালে WHO সহযোগী কেন্দ্র হিসেবে AIIMS-এর এই ইউনিট স্বীকৃতি লাভ করে। তখন থেকে এখন পর্যন্ত এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ২০টিরও বেশি দেশের ১২০০ অধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে নবজাতক পরিচর্যায় প্রশিক্ষণ দিয়েছে। এই কেন্দ্র থেকেই অনেক উদ্ভাবনী চিকিৎসাপদ্ধতি ও কম খরচে কার্যকর যন্ত্রপাতির উন্নয়ন হয়েছে, যা দরিদ্র ও দুর্বল স্বাস্থ্যব্যবস্থার দেশগুলিতেও কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে।

AIIMS কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে তারা আরও আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি এবং ডিজিটাল হেলথ ইনোভেশন চালুর পরিকল্পনা করেছে, যাতে আরও বেশি নবজাতক সেবা কেন্দ্র গড়ে তোলা যায়। সফরের সময় AIIMS ও WHO যৌথ গবেষণার নতুন সম্ভাবনার কথাও আলোচনা করেছে।

 

এই সফর শুধু একটি প্রতিষ্ঠান পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ ছিল না—বরং এটি ছিল একটি বার্তা, যে শিশু ও মাতৃস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে, গবেষণা, প্রযুক্তি ও আন্তঃদেশীয় সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী ও মানবিক করে তোলা সম্ভব।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১