যুক্তরাজ্যের ১২ লক্ষেরও বেশি পরিবার বছরে ৪২০ পাউন্ড করে অতিরিক্ত সুবিধা পাবে

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইউনিভার্সেল ক্রেডিটের নতুন নীতি

ব্রিকলেন ডেস্ক

যুক্তরাজ্যেঋণে জর্জরিত ১২ লক্ষের বেশি দরিদ্র পরিবার – যার মধ্যে ৭ লক্ষ পরিবারের শিশু রয়েছে – এখন থেকে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় বছরে গড়ে  ৪২০ পাউন্ড  বাড়তি সুবিধা পাবে।এই পরিবর্তনটি ৩০ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

নতুন ‘ফেয়ার রেপেমেন্ট রেট’ (Fair Repayment Rate) আজ থেকে চালু হয়েছে, যা ইউনিভার্সাল ক্রেডিট থেকে ঋণ পরিশোধের জন্য কাটা হারের সর্বোচ্চ সীমা ২৫% থেকে কমিয়ে ১৫% করেছে।এতে করে দরিদ্র পরিবারগুলো তাদের ঋণ পরিশোধ করতে পারবে আরও টেকসই উপায়ে, এবং একই সঙ্গে তাদের দৈনন্দিন খরচ চালানোও সহজ হবে।এই পরিবর্তন সরকারের  পরিবর্তিত পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হলো কর্মজীবী মানুষদের সহায়তা করা, পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করা এবং জীবনযাত্রার মান উন্নত করা।

চ্যান্সেলর র‍্যাচেল রিভস বলেন:
“আজ থেকে ১২ লক্ষ পরিবার তাদের ইউনিভার্সাল ক্রেডিটের বড় একটি অংশ নিজেদের কাছে রাখতে পারবে, যার ফলে বছরে গড়ে এই বাড়তি পাউন্ড  বেশি পাবে। এটা আমাদের পরিবর্তনের পরিকল্পনার একটি অংশ, যা কর্মজীবী মানুষের জন্য বাস্তব উপকার বয়ে আনছে।”

বর্তমানে প্রতি মাসে প্রায় ২.৮ মিলিয়ন পরিবার তাদের ইউনিভার্সাল ক্রেডিট থেকে ঋণ পরিশোধের জন্য টাকা কাটা পড়ছে। নতুন এই সীমা নিশ্চিত করবে যে ঋণ পরিশোধ হবে, তবে মানুষের প্রয়োজনীয় চাহিদাও পূরণ করা সম্ভব হবে।

ওয়ার্ক অ্যান্ড পেনশনস সেক্রেটারি লিজ কেনডাল বলেন:
“আমাদের Plan for Change-এর অংশ হিসেবে আমরা নিশ্চিত করছি যে, কর্মজীবী মানুষরা যেন তাদের পাওনা উপকার ভোগ করতে পারে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে।”

এই ‘ফেয়ার রেপেমেন্ট রেট’ সরকারের নানা সাহসী পদক্ষেপের একটি অংশ, যার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সচ্ছলতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে।

সরকার ‘Get Britain Working’ হোয়াইট পেপার প্রকাশ করেছে, যার লক্ষ্য ৮০% কর্মসংস্থানের হার অর্জন করা। এর মাধ্যমে জবসেন্টার সংস্কার, নতুন চাকরি ও ক্যারিয়ার পরিষেবা চালু এবং তরুণদের জন্য আয় বা শিক্ষার নিশ্চয়তা প্রদান করা হবে।

এছাড়া, ন্যাশনাল মিনিমাম ও লিভিং ওয়েজ বাড়ানো হয়েছে, যাতে কাজ করা আরও লাভজনক হয়।

Household Support Fund এক বছরের জন্য বাড়ানো হয়েছে, যার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৪২ মিলিয়ন পাউন্ড।এর মাধ্যমে স্থানীয় কাউন্সিলগুলো দরিদ্র পরিবারগুলোকে বিদ্যুৎ বিল, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসে সহায়তা করতে পারবে। সেই সঙ্গে, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য যেমন বাড়ি ইনসুলেশন প্রজেক্টেও অর্থায়ন করা হবে।

শিশুদের দারিদ্র্য নিরসনের লক্ষ্যেও সরকার কাজ করছে। ইংল্যান্ডের সব প্রাইমারি স্কুলে ফ্রি ব্রেকফাস্ট ক্লাব চালু করা হচ্ছে, যাতে প্রতিটি শিশুর ভালো শুরুর সুযোগ থাকে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১