ব্রিকলেন নিউজ –
ইংল্যান্ড এবং ওয়েলসের চ্যারিটি কমিশন- ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টকে আনুষ্ঠানিক সতর্কতা জারি করেছে।
কমিশন বলেছে বিনিয়োগের ক্ষেত্রে কর্তব্য লঙ্ঘন ও অব্যবস্থাপনার পরিচয় পাওয়া গিয়েছে ।
১০ এপ্রিল এই চিঠিটি ইস্যু কড়া হয়। চ্যারিটি কমিশন দুটি কারণ দেখিয়ে চ্যারিটি act 2011 এর ৭৫-এ এর ধারা অনুযায়ী সরকারি সতর্কতা জারি করে ।
এক নম্বরে বলা হয়েছে, বিনিয়োগের ক্ষেত্রে চ্যারিটি প্রতিষ্ঠানের সম্পদ দায়িত্বের সাথে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে । যার কারণে মসজিদের এক মিলিয়ন পাউন্ড তহবিল থেকে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাষ্টিগণ এই সম্পদ আবার পুনরুদ্ধার করতে পারবেন তার সম্ভাবনাও কম।

দুই নম্বরে বলা হয়েছে,
যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে এবং সংশ্লিষ্ট পক্ষ সমূহের ব্যাপারে যথাযথ খোঁজখবর নিতে ব্যর্থ হয়েছে।
এছাড়াও পরবর্তী পদক্ষেপ গ্রহণের ইস্ট লন্ডন মসজিদ থেকে তিনটি বিষয় নিশ্চিত হতে চায় কমিশন,
তা হল; চ্যারিটি প্রতিষ্ঠান হিসেবে সম্পদ রক্ষায় নিয়ন্ত্রক এবং তদারকি নিশ্চিত করা। বিনিয়োগ করা অর্থ পুনরুদ্ধারের কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । প্রাক্তন কর্মীদের বিরুদ্ধে বাবস্থা নেয়া যায় কিনা । এছাড়াও চ্যারিটির পরিচালনার নিয়ম-কানুন স্বাধীনভাবে রিভিও করে কমিশনকে রিপোর্ট করতে বলা হয়েছে।
উপরোক্ত বিষয়গুলো ছয় মাসের মধ্যে দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাবে চ্যারিটি কমিশন। মসজিদ কতৃপক্ষ বেঁধে দেয়া সময়ের মধ্যেই কমিশনের এই সতর্কতা চিঠির উত্তর দিবে বলে জানা গেছে।
ইস্ট লন্ডন মসজিদের ২০২৩ সালে যে বার্ষিক প্রতিবেদনে দেখা যায় মসজিদ করতিপক্ষ – NHS সাপ্লাইয়ার matz মেডিকেল নামক একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল। তবে যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলো সেটি অ্যাডমিনিস্ট্রেশনে ( বন্ধ প্রক্রিয়া) যাওয়ায় কারণে প্রতারণার শিকার হতে পারে মসজিদ কতৃপক্ষ।
মূলত ২০২৪ সালে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে মিডিয়া ব্রিফিংয়ে মিলিয়ন পাউন্ড বিনিয়োগ এর বিষয়টি আলোচনায় উঠে আসে।