ব্রিকলেন নিউজ:
এফ এম শাহীন প্রযোজিত এবং এফ এম শাহীন ও হাছান জাফরুল পরিচালিত দরূপক নন্দিত চলচ্চিত্র “মাইক”-এর এক্সক্লুসিভ স্ক্রিনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডনের Genesis Cinema-তে (93-95 Mile End Road, London E1 4UJ)। এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে রবিবার ২৭ এপ্রিল দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত। এফ এম শাহীন প্রযোজিত এবং এফ এম শাহীন ও হাছান জাফরুল পরিচালিত চলচ্চিত্র “মাইক”
ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হবে, তাই বাংলা ভাষাভাষী ছাড়াও সকলেই উপভোগ করতে পারবেন। পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত।
‘মাইক’ সিনেমায় অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটি, অভিনেতা নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান প্রমুখ।

আয়োজক ডায়াস্পারা ৭১ এর পক্ষ থেকে জানানো হয়,
বাংলাদেশের নন্দিত ছায়াছবি এফ এম শাহীন’র ‘মাইক’
প্রদর্শিত হচ্ছে পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে (Genesis Cinema
https://g.co/kgs/Z1kQ8tX) রোববার ২৭ এপ্রিল ২০২৫ বিকেল ২টায়। সম্পূর্ণ গ্রামীন লকেশনে চিত্রায়িত ইংরেজি সাবটাইটেল করা পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ ছায়াছবি মাইক দেখতে পরিবারের সবাইকে নিয়ে আসুন। টিকেট ৫ পাউন্ড। শিশু-কিশোরদের জন্য সম্পূর্ণ ফ্রি।আজই বুকিং দিন ইভেন্টব্রাইট লিংকে https://www.eventbrite.co.uk/e/1279208028649?aff=oddtdtcreator অথবা ফোনে: 07950483696।