আজ ১৭ই ডিসেম্বর, ২০২৫, সকাল ৯:০২

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি কর্মকর্তাকে ‘জাতীয় কুলাঙ্গার’ আখ্যা, সামাজিক প্রতিরোধের ডাক

Share on facebook
Share on twitter
Share on linkedin

নিজস্ব প্রতিবেদক, নিউ ইয়র্ক:

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, যুক্তরাষ্ট্র প্রবাসী মনির হায়দারকে “জাতীয় কুলাঙ্গার” আখ্যা দিয়ে তাদের সামাজিকভাবে প্রতিহত ও বর্জনের আহ্বান জানিয়েছে প্রবাসী বাংলাদেশিদের একাংশ।

অভিযোগ উঠেছে, ডিপ স্টেটের অংশ এই দুই কর্মকর্তা দেশবিরোধী ষড়যন্ত্র ও জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। এমনকি তাদের ঘনিষ্ঠজনদের দাবি—তারা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থও পাচার করেছেন।

প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে,
“বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তারা সক্রিয়ভাবে ষড়যন্ত্রে লিপ্ত। দেশের টাকায় বিদেশে চাকরি করেও রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। যারা দেশের সম্মান বিক্রি করে, তারা জাতির শত্রু। তাই আমরা গোলাম মর্তুজা ও মনির হায়দারকে ‘জাতীয় কুলাঙ্গার’ হিসেবে চিহ্নিত করছি।”

সংগঠনটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের মাটিতে যেখানেই তাদের পাওয়া যাবে, সেখানেই প্রতিবাদ জানানো হবে এবং সামাজিকভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি, কোনো সামাজিক বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ না জানানোর আহ্বান জানানো হয়েছে প্রবাসী বাংলাদেশিদের প্রতি।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাজ্যেও একই ধরনের ঘটনা ঘটেছিল। গত ১২ আগস্ট লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন মজুমদারকে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রতিরোধ করেছিলেন প্রবাসীরা। ফলে, বিদেশে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রবাসীদের এমন ধারাবাহিক অবস্থান কূটনৈতিক মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১