জুয়েল রাজ-
বর্তমানে লন্ডন সফরে আছেন বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা মাহাফুজ আলম । সেখানে একটি অনুষ্ঠান স্থলের সামনে উপদেষ্ঠাকে বহনকারী গাড়িটির পথ আটকে দেয় বিক্ষুব্ধ একদল প্রবাসী। মাহাফুজ আলমকে বহনকারী গাড়িটিতে সেই সময় অনেকেই ডিম নিক্ষেপ করেন।সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। অন্যদিকে হলের সামনে মাহাফুজ আলমের সফর সঙ্গী ফাহিম নামের একজনকে মারধোর করা হয়। যুক্তরাজ্য হাই কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়েছে ডিম ছুড়ে মারা গাড়িতে মাহাফুজ আলম ছিলেন না। কিন্তু বিক্ষোভকারী বেশ কয়েকজন নিশ্চিত করেছেন। হাই কমিশনের নাম্বার প্লেট লাগানো গাড়িতে মাহফুজ আলম ছিলেন
সোয়াস ইউনিভার্সিটি লেকাচার হলে যাওয়ার পথে মাহাফুজ আলম কে বহনকারী গাড়িটি যখন দ্রুতবেগে যাচ্ছিল ,তার গাড়ির সামনে কয়েকজন বিক্ষোভকারী শুয়ে পড়ে এতে করে গাড়িটি থামতে বাধ্য হয় । যদি ও পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিল।

১২ সেপ্টেম্বর বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত ,
লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির খালিলি লেকচার থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে, উপদেষ্টা মাহফুজ আলমের- জুলাই আপ্রাইজিং কনভারসেশন।বাংলাদেশ হাইকমিশন লন্ডন এর উদ্যোগে এটির আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য মাহাফুজ আলমের লন্ডন সফরের এক সপ্তাহ আগে থেকেই লন্ডনে তাঁকে প্রতিহত করার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা করে আসছিল। জুলাই আপ্রাইজিং অনুষ্ঠানের হলের ভিতরে প্রশ্নত্তোর পর্বে ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে উপদেষ্টাকে। অনেকে অনুষ্ঠান বয়কট করে চলে আসেন।