ঢাকা কলেজের উপাধ্যক্ষের রুমে তালা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্রিকলেন অনলাইন- 

রাজধানীর তিতুমীর কলেজের এক অধ্যক্ষকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে উপাধ্যক্ষের রুমে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (১২ জানুয়ারি) বিকাল তিনটা ৪০ মিনিটের দিকে উপাধ্যক্ষের রুমে তালা ঝুলান শিক্ষার্থীরা। এর আগে বিকাল তিনটা থেকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘নিয়োগ নিয়ে বাণিজ্য চলবে না চলবে না’; ‘সিন্ডিকেট না শিক্ষা? শিক্ষা শিক্ষা’; ‘অবৈধ ভাইস প্রিন্সিপাল মানি না মানব না’; ‘সিন্ডিকেটের গদিতে আগুন জ্বালাও একসাথে’; ‘প্রহসন না শিক্ষা? শিক্ষা শিক্ষা?’ ইত্যাদি স্লোগান দেন।

জানা গেছে, গত ৯ জানুয়ারি সরকারি কলেজ-২ এর উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের অধ্যাপক নাসিমা আক্তার চৌধুরী (৪০১০) ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে কার্যকর হবে।

এ প্রসঙ্গে ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের (২০২২-২৩) সেশনের শিক্ষার্থী সৈয়দ আব্দুল্লাহ ফাহাদ বলেন, বাইরে থেকে ভাইস প্রিন্সিপাল নিয়োগ দেওয়ায় আমরা তার রুমে তালা দিয়েছি। গত ৫ আগস্টের পর ঘোষণা দেওয়া হয়েছিল প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে যোগ্য এবং ঢাকা কলেজ থেকে নেওয়া হবে। কিন্তু প্রিন্সিপাল ঢাকা কলেজ থেকে নিয়োগ দেওয়া হলেও গত দুই মাসে দুটি ভাইস প্রিন্সিপাল বাইরে থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য আজ থেকে আমরা শিক্ষা উপদেষ্টাকে ঢাকা কলেজে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভাইস প্রিন্সিপাল যদি ঢাকা কলেজ থেকে নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা শিক্ষা উপদেষ্টার বাসভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা দেব। আমাদের দাবি না মানা পর্যন্ত এই ক্যাম্পাসে আর কখনো শিক্ষা উপদেষ্টা ঢুকতে পারবেন না।

শিক্ষার্থী মো. ওমায়ের বলেন, মাত্র ৭ দিনের জন্য তিতুমীর কলেজ থেকে এক শিক্ষককে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে কেন নিয়োগ দেওয়া হলো? ঢাকা কলেজে কি শিক্ষকের অভাব পড়েছে? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস কালবেলাকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাইলে সাত বা একদিনের জন্যও নিয়োগ দিতে পারে। এটা সম্মানের ক্ষেত্রে দিয়ে থাকে। আমাদের কলেজে এর আগে একদিনের জন্যও প্রিন্সিপাল দায়িত্ব পালনের ইতিহাস রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম করতে গেলে পরিকল্পনার কিছু বিষয় থাকে যা এত কম সময়ে সম্ভব না।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১