বিজ্ঞপ্তি:
বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউ কে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে আগষ্ট মাসে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনৈর পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সংখ্যালঘু জনগোষ্ঠী সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতন, নিপীড়ন ও ধংসাত্বক কার্য চালিয়ে যাচ্ছে ।
এই সহিংস ও অমানবিক, প্রতিহিংসা মূলক সাম্প্রদায়িক কার্যকলাপের প্রতিবাদে সনাতনী সম্প্রদায় আট দফা সম্বলিত শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন অব্যাহত রেখেছে।
বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের ৮ দফার ন্যায্য দাবীকে বাধাগ্রস্হ করে অন্য ধারায় প্রবাহিত করার জন্য একটি বিশেষ মহল প্রতিনিয়ত সাম্প্রদায়িক ও উস্কানিমুলক বক্তব্য এবং বিবৃতি দিচ্ছে।
সম্প্রতি মাহমুদুর রহমানের উস্কানিমূলক বক্তব্যে মৌলবাদীদের আন্দোলন ও আক্রমণ ক্রমাগত সক্রিয় হয়ে উঠেছে।
সনাতনীদের এই অভুতপূর্ব ঐক্যে ফাটল ধরানোর জন্য সম্প্রতি হরেকৃষ্ণ ভাবাম্মৃত সংস্হা ইসকন্ কেও বন্ধের দাবী তুলেছে মৌলবাদীরা।
আমরা যুক্তরাজ্যস্থ সনাতনী সম্প্রদায় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অন্যায়, অবিচার ও নির্মম অত্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের আট দফা দাবীর প্রতি পূর্ন সমর্থন জ্ঞাপন করছি।
উস্কানীদাতা মাহমুদ রহমান ও সহিংস আক্রমণকারীদেরকে প্রতিরোধের ব্যবস্হা ও আইনের আওতায় আনার জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।
সনাতনী আন্দোলনের নেতা চিন্ময়দাস ব্রম্মচারীসহ ১৯ জনের বিরূদ্ধে নিবর্তনমূলক রাষ্ট্রদ্রোহ মামলার নিন্দা ও অনতিবিলম্বে এ ভিত্তিহীন মামলা অকার্যকর ঘোষণার জোর দাবী জানাচ্ছি।
সনাতনী সম্প্রদায়ের শান্তিপূর্ণ আন্দোলনের গনতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে বর্তমান সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহন ও বাংলাদেশের সকল শান্তিকামী মানুষের সহযোগিতা কামনা করছি।