‘স্বাধীনতাবিরোধীরা এত শক্তি কোথায় পেল’

Share on facebook
Share on twitter
Share on linkedin
 ব্রিকলেন অনলাইন – 

পাকিস্তানি হানাদার বাহিনীর এ দেশীয় দোসর জামায়াত-শিবির বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘যে হাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন দিয়েছে সে হাত শুধু ভেঙে গুঁড়িয়ে দিলেই হবে না, তাদের চরম শাস্তি দিতে হবে।’

শনিবার (২৭ জুলাই) দুপুরে কোটা আন্দোলনের সহিংসতার মাদারীপুরে ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শনকালে তিনি এসব বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘যারা মাদারীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, অডিটরিয়াম,পুলিশ ফাঁড়ি, বাস, পেট্রল পাম্পসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না।

তাদের দৃষ্টান্তমূলক বিচার করব। যেখানে আওয়ামী লীগের ঘাঁটি আজীবন, সেখানে জামায়াত- বিএনপি, শিবির-ছাত্রদল-স্বাধীনতাবিরোধীরা এত শক্তি কোথা থেকে পেল, সেটা আমাদের খতিয়ে দেখতে হবে।’ 

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেন, ‘এই অঞ্চলের একটি অত্যাধুনিক পেট্রল পাম্প, ৩২টি গাড়ি ও টিকিট কাউন্টারগুলো পুড়িয়ে দিয়েছে। কোটা অন্দোলনকারীদের ওপর ভর করে আমাদের ভেতর ঢুকে যাওয়া হাইব্রিডরা এগুলো করিয়েছে।

কারণ মাদারীপুরে বিএনপি-জামায়াতের এমন শক্তি নেই যে এগুলো করতে পারে। তারা নব্য রাজাকার। বিপুল পরিমাণ টাকা ছড়িয়ে সন্ত্রাসীদের এনে তারা এগুলো করিয়েছে।’ 

এ মতবিনিময়সভায় রাজৈর উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাহাবুদ্দিন মিয়া সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরবিক্রম মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আ ফ ম ফুয়াদ, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারুল, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবীসহ বিভিন্ন নেতা। 

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১