যুক্তরাজ্যের পার্লামেন্টে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নতুন এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক।
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারে গত ৬ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তীতে সারাদেশে সব সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এ আন্দোলন ছড়িয়ে পড়ে। শুরুতে শান্তিপূর্ণ আন্দোলন অনুষ্ঠিত হলেও পরবর্তীতে সংঘাতের সৃষ্টি হয়। এতে এখন পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য দেশগুলো।
বৃহস্পতিবার (২৫ জুলাই) যুক্তরাজ্যের পার্লামেন্টে রুপা হক তার বক্তব্যে বলেন, ‘সম্প্রতি বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে রোম, প্যারিস, ম্যানচেস্টার, লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভ করতে দেখা গেছে। বাংলাদেশে শত শত সাধারণ ছাত্র ও বিক্ষোভকারী নিহত হয়েছেন। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় আমরা এখন পর্যন্ত সঠিক সংখ্যাটি জানতে পারিনি। আমরা যুক্তরাজ্য সরকার আমাদের অবস্থান স্পষ্ট করতে একটি জরুরি সরকারি বিবৃতি দিতে পারি কি? এসব পরিস্থিতিতে আমাদের জায়গা স্পষ্ট করা জরুরি, যা একটি ঐতিহাসিক ও অনন্য ভুমিকা রাখবে বলে আমি মনে করি।’
পরবর্তীতে পার্লামেন্টে সরকারের মুখপাত্র পাওয়েল এমপি তিনি তার জবাবে বলেন, ‘তিনি আগেই জানিয়েছেন তারা এ বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন রুপা। আমরা সংঘাত ও প্রাণহানি সমর্থন করি না। মত প্রকাশ ও প্রতিবাদ করার অধিকার এবং ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করতে হবে। সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি হতাহতের সঠিক তথ্য জানারও পদক্ষেপ নিতে বলেছেন।’