আগামী ৪ জুলাই যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বমোট ৩৪ জন ব্রিটিশ বাংলাদেশি বিভিন্ন দল থেকে এবং স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে বাঙালি অধ্যুষিত পপলার লাইম হাউজ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই বাঙালি প্রার্থী যারা ছিলেন সাবেক স্বামী স্ত্রী।লেবার পার্টি থেকে প্রার্থী হয়েছেন বর্তমান এমপি আফসানা বেগম। তার সঙ্গে স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এহতেশামুল হক।
বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসনে লেবার পার্টি থেকে এমপি প্রার্থী আফসানা বেগম এর পিতা মৃত মনির উদ্দিন আহমদ। তিনি টাওয়ার হ্যামলেটসের মেয়রও নির্বাচিত হয়েছিলেন এবং লেবার পাটির সদস্য ছিলেন।আফসানা জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যেই। অন্যদিকে বাংলাদেশ নিয়ে লেবার নেতা স্টার কিয়ারমারের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার পার্টির সিনিয়র পদ থেকে পদত্যাগকারী সাবিনা আকতার আবার, স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হকের বর্তমান স্ত্রী।অনেকের ধারণা বিতর্ক এড়াতে এবং স্বামীর নির্বাচনে সহায়তা করার জন্যই সাবিনা দল থেকে পদত্যাগ করেন। সাবেক স্বামী স্ত্রীর এই নির্বাচনী যুদ্ধকে অনেকে আবার প্রার্থীদের ব্যাক্তিগত রেশ হিসাবে ও বিবেচনা করছেন।