বিএনপির নতুন দুই কমিটি

Posted by

ব্রিকলেন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি এবং স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি গঠিত হয়েছে।

শনিবার (১৫ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি: এ কমিটিতে ‘চেয়ার অব দ্য কমিটি’ হিসেবে রয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এগারো সদস্যের এ কমিটিতে রাখা হয়েছে দলটির স্থায়ী কমিটির তিন সদস্যকে।

তারা হলেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।কমিটির অন্য সদস্যরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, এ্যাড. নিতাই রায় চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাবেক এ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম ও কুড়িগ্রাম জেলা সভাপতি তাজভিরুল ইসলাম।

স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি: আঠারো সদস্যের এ কমিটিতে রয়েছেন, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল, এ্যাড. আসাদুজ্জামান, আফরোজা খান রিতা, এ্যাড. ফাহিমা নাসরিন মুন্নি, জিবা খান, এ্যাড. নিপুন রায় চৌধুরী, খান রবিউল ইসলাম রবি, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, তাবিথ আউয়াল, ইঞ্জি. ইশরাক হোসেন, ফারজানা শারমীন পুতুল, ইসরাফিল খসরু, ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েম (ইউকে) ও মো. ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *