ঈশ্বর !
কবি: এম হোসাইন সুমন
কারে খুঁজে মন
কার ধ্যানে দিনাতিপাত
কেবা মহাজন ।
কিসের দিব্যি দেবে তুমি
কে পেয়েছে তার দেখা
কিবা নামে ডাকলে বল
কমবে মোর পাপের বোঝা ।
পূন্য করে ধন্য কে সে?
যদি না হয় পাপ মোচন !
জান্নাত আমি ঐ যে খুজি
মানুষ করে আপনজন ।
ধ্যানে মগ্ন কোঠি প্রহর
কে দিবে তার হিসাব ?
নবীর হল প্রভু মিলন
রবে কি তা বেহিসেব ।
ওরে …
তোমায় খুজি বেহেস্ত দোজখ
তোমায় খুজি প্রভু রূপ,
পারের খেলা সাঙ্গ হলে
মাটি সরূপ মানুষ রূপ ।