বিলেতের স্বনামধন্য প্রতিষ্ঠান ক্যাম্পাস গ্রুপ/ স্মার্ট মুভ এডুকেশন এবং জেইন গ্লোবালের সদস্যদের অংশগ্রহণের এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল বেলায় লন্ডনের গুডমেইজ ক্রিকেট গ্রাউন্ডে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় । জেইন গ্লোবালের ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন বেলাল আহমেদ এবং ক্যাম্পাস গ্রুপের ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে এম জে হাসান নেতৃত্ব দেন ।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ক্যাম্পাস গ্রুপ ২০ ওভারে ১৫৩ রান সংগ্রহ করেন । শুরু থেকে বের মারমুখী হয়ে খেলতে থাকে ব্যাটস ম্যানরা । হাসান, শাহ ,রাফি, জুমান , রিতুল,সাদি, এজাজের ব্যাট থেকে বেশ ভালো রান সংগ্রহ হয় ।
ফলে ১৫৩ রানে থামে ক্যাম্পাস গ্রুপের ইনিংস। ১৫৪ রান তাড়া করতে নেমে শুরুতেই এজাজ আহমেদের দুর্দান্ত বলের গতির কাছে জেইন গ্লোবালের ব্যাটসম্যানরা খানিকটা বেগ পেতে হয়েছে । হঠাৎ করে দুর্দান্ত খেলা শুরু করেন সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ এবং জেস । তার ব্যাক্তি গত রান দলকে একটু এগিয়ে নিয়ে যায় । জেইন গ্লোবাল ২০ ওভারে ১৩৮ রান সংগ্রহ করেন রানার্স আপ অর্জন করেন ।
এম জে হাসানের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে , ক্যাম্পাস গ্রুপের পক্ষে জামাল হোসাইন এবং জেইন গ্লোবাল পক্ষে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বিজয়ী ক্যাম্পাস গ্রুপ/ স্মাট মুভ এডুকেশন এর হাতে ট্রপি তুলে দেন । এসময় এম জে হাসান জানান, বিলেতের প্রতিষ্ঠান গুলোর মধ্যে এই ধরনের প্রীতি ক্রিকেট ম্যাচ এক ধরনের সুসম্পর্ক বৃদ্ধি পাবে । সেই সাথে কমিউনিটিতে ভালো মানের খেলােয়াড় তৈরিতে অনন্য ভুমিকা রাখবে । এছাড়া আগামীতের এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন আশা প্রকাশ করেন , জেইন গ্লোবালের অধিনায়ক বেলাল আহমেদ ।
উল্লেখ্য, ক্যাম্পাস গ্রুপ, স্মাট মুভ এডুকেশন গ্রুপ এবং জেইন গ্লোবাল বিট্রেনের মুলধারার এডুকেশন সেক্টরে বিশেষ অবদান রেখে আসছেন । বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠান গুলো অফিস রয়েছে । প্রতিটি প্রতিষ্ঠানে শতাধিক কর্মীরা কাজ করে যাচ্ছেন ।