মিশন  সিঙ্গাপুর,বিএনপি কি  সরকার গঠনে প্রস্তুত! 

Share on facebook
Share on twitter
Share on linkedin

জুয়েল রাজ- 

 

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়,  সবচেয়ে কাঙ্খিত,  মানুষের সবচেয়ে ভালোবাসার বিষয় হচ্ছে ভোট।

এই ভোট বিষয়টা মানুষের মাথায় এমন ভাবে চাষাবাদ করা হয়েছে, আমাদের যারা চালিত করেন ভেড়া পালের রাখাল যারা,  তাঁরা বিষয়টি এমন ভাবে মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছে, যে ভোট দেয়া ছাড়া সাধারণ  মানুষের আর কোন কাজ নেই।

আপনি শুধু ভোট দিবেন, বাকী চেটেপুটে  খাবার কাজটা উনারা করে দিবেন।

রাষ্ট্র, গণতন্ত্র,  সরকার বলতেই বুঝায় ভোট। এই নির্বাচন বি্ষয়টা আমাদের  জ্বীনে মিশে গেছে। ক্লাবে নির্বাচন, পাড়ায় নির্বাচন, শিক্ষকদের নির্বাচন, ডাক্তারদের নির্বাচন, বাজার কমিটির নির্বাচন, স্কুল কমিটির নির্বাচন, ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বাচন,  ব্যবসায় নির্বাচন, এমন কোন বিষয় বাংলাদেশে নাই,  যেখানে নির্বাচন নাই।আমি নিজেও দুইবার সাংবাদিকদের একটি সংগঠনে নির্বাচন করেছি, এবং দুইবারই পরাজিত হয়েছি। এবং বুঝেছি নির্বাচন আমার কম্ম নহে৷

বিগত এক মাসে ঢাকা শহরে শুধুমাত্র ডেঙ্গু  আক্রান্ত হয়ে কত মানুষ মারা গেছে,  এই হিসাবটা আমাদের রাজনৈতিক  নেতাদের কাছে  নেই। বিশ্ব মহামারি  করোনা যা পৃথিবীকে বদলে দিয়েছে, সেই করোনায় সারা দেশ মিলে ও এই পরিমান মানুষ মৃত্যু বরণ করেনি। যে পরিমাণ মানুষে মৃত্যু বরণ করছেন ডেঙ্গু  আক্রান্ত হয়ে। আমরা যাদের বুদ্ধিজীবী, সুশীল সমাজ জাতির বিবেক বলে মাথায় তুলে নাচি, তাদের ক্ষেত্রেও একই অবস্থা। তাদের কাছে ও  বাংলাদেশের একমাত্র সমস্যা  হচ্ছে ভোট এবং নির্বাচন। কোন রাজনৈতিক  দলকে ডেঙ্গু  নিয়ে কথা বলতে দেখি নাই।

 

একদিকে বিদেশী শক্তি  , অন্যদিকে নিজের চারপাশের নিজের মানুষের বিশ্বাসঘাতকতা সবকিছু নিয়ে বাংলা বিহার উড়িষ্যার  অধিপতি  নবাব সিরাজুদ্দৌলা যখন দিশেহারা,  তখন প্রেমিকা  আলেয়ার কাছে  প্রশ্ন রেখেছিলেন ” বাংলার আকাশে আজ দূর্যোগের  ঘনঘটা  কে দেবে আশা কে দেবে ভরসা”

প্রায় তিনশত বছর পরে সেই একই অবস্থা যেন ফিরে এসেছে।

বর্তমান সময়ে এসে, মানুষের দিন শুরু হয় সামাজিক মাধ্যমের শুভ সকাল দিয়ে। গণ মাধ্যমের চেয়ে ও দিনদিন  শক্তিশালী এখন সামাজিক মাধ্যম।  মানুষ এখন তথ্য সূত্র হিসাবে বিভিন্ন ফেইসবুক অথবা অনলাইন টিভি ‘র নাম ব্যবহার করে। নিত্য নতুন তারকাদের আমরা পেয়েছি। তাই প্রতিদিনই সেখানে কোন না কোন বিষয় নিয়ে আলোচনা থাকে।

চলতি সপ্তাহের আলোচিত বিষয় মিশন সিঙ্গাপুর।  বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতাদের একযোগে স্বপরিবারে  সিঙ্গাপুর সফর  নিয়ে রাজনীতির মাঠে নানা রকম বক্তব্য পালটা বক্তব্য চালাচালি হলেও এবারের মিশন সিঙ্গাপুর  বিষয়টি  হালকা ভাবে দেখার সুযোগ নেই।

বিএনপি রাজনৈতিক ভাবে হালে পানি পায়নি।  দিকভ্রান্ত নাবিকের  মত অকূল সাগরে ভেসে চলছে।  কপালকুন্ডলার মত বলা যায়, পথিক  তুমি পথ হারাইয়াছ” তাই আন্দোলন সংগ্রাম, জনগণের অধিকারের চেয়ে তাদের কাছে জরুরী  হয়ে পড়েছে ক্ষমতায়  যাওয়া। শেখ হাসিনা সরকারের পতন। কিন্তু বিএনপি কি চাইলেই রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে? এই প্রশ্ন ঘুরেফিরেই আসে।

 

রাজনীতিতে  পথ হারাইলেও সামাজিক যোগাযোগ মাধ্যম  বা প্রযুক্তিকে খুব দারুন ভাবে পেশাদারীত্বের সাথে কাজে লাগিয়েছে সংগঠনটি। বাংলাদেশের  প্রথম সারির সংবাদপত্র  কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কেউ চোখ রাখেন তবেই বুঝতে পারবেন, মনে হবে বাংলাদেশে আসলে বিএনপি বা তার সমর্থক  ছাড়া   সাধারণ  মানুষ ও নেই। এবং যারা সেখানে বিভিন্ন  মন্তব্য করেন তাদের  মন্তব্যের ধরণ ও ভাষা প্রায়ই একই।

এবং দলটির  নেতাদের  সিঙ্গাপুর  সফরের সাথে সাথেই একটি বক্তব্য খুব প্রচারিত হচ্ছে, ” পরিবর্তন  আসন্ন ” আসলেই কি পরিবর্তন  আসন্ন, বিএনপি সরকার গঠনে প্রস্তুত?

এক কথায় উত্তর দিলে, না। বর্তমান  রাজনৈতিক প্রেক্ষাপটে সেই সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বিএনপি নিজেরাও চায় না তারা এই মুহূর্তে  সরকার  গঠন করুক। তৃণমূলের  নেতা কর্মীদের সাথে আলচনা করলেই সেটি জানা যায়, বুঝা যায়। তাদের বক্তব্য হচ্ছে , বর্তমান বাস্তবতায় বিএনপি সরকার গঠন করলে ৬ মাস ও সেই সরকার  ঠিকতে পারবে না।

দ্বিতীয়ত নেতৃত্বের  এই দূরাবস্থা নেতাদের আস্থার অভাব, অবিশ্বাস সবকিছু মিলিয়ে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি,  অর্থনৈতিক যে মেগা প্রকল্প দেশে চলছে বিএনপি তা সামলাতে পারবে না। আর রাজনৈতিক  দল হিসাবে সরকারের চেয়ে  বিরোধী দলে আওয়ামী লীগ ভয়ংকর  পরিমানে শক্তিশালী  হয়ে উঠে। যা বিএনপি সামলাতে পারার মত ক্ষমতায় নেই।

 

আবার অনেকেরই ধারণা বিএনপি যদি ক্ষমতায় আসে দেশে অরাজক অবস্থা শুরু হবে,আইন শৃংখলা অবস্থা বিএনপি নিয়ন্ত্রণ করতে পারবে না। ২০০১ সালের চেয়ে ও ভয়ানক অবস্থা হবে বাংলাদেশে, গৃহযুদ্ধের অবস্থা সৃষ্টি হবে। তাই বর্তমান পরিস্থিতিতে  বিএনপি ক্ষমতায় না আসা দেশের জন্য, বিএনপির জন্য মঙ্গলজনক।

তাহলে বিকল্প কি? বিএনপি এই আন্দোলন সংগ্রামের রহস্য কি? বিএনপি কি আদৌ নির্বাচন চায়?  কিংবা ক্ষমতায় যেতে চায়?

কারণ আইনী ভাবে খালেদা জিয়া,  তারেক রহমান কেউই নির্বাচনে অংশ নিতে পারবেন না। সেই ক্ষেত্রে বিএনপির নেতৃত্ব কার হাতে থাকবে। দেশে ফিরলে ও তারেক রহমান আইনী ভাবে প্রধানমন্ত্রী  হতে পারবেন না।

বিএনপির একমাত্র দাবী তাই তত্ত্বাবধায়ক  সরকার।  কিন্ত আওয়ামী লীগ সরকার কোন ভাবেই তত্ত্বাবধায়ক  সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর  করবে না। বিএনপি কে নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচনে অংশ নিতে হবে।

 

তাই বিএনপি বিকল্প রাস্তায়,  বিকল্প ভাবনায় পথ হাঁটছে।

বিএনপি মনে প্রাণে চাইছে একটি অনির্বাচিত  সরকারের অধীনে দেশ পরিচালিত হউক, যার মাধ্যমে  তারা তারেক রহমানের দেশে ফেরা নিশ্চিত করতে চায়। আইনী ভাবে যাতে করে তারেক রহমান বাংলাদেশে নির্বাচন করার যোগ্যতা অর্জন করতে পারে, সেটিই তাদের মূল চাওয়া। বিএনপির দলের ভিতর  অবিশ্বাস  এত প্রকট যে,  সিদ্ধান্ত নিতে নেতাদের সিঙ্গাপুর বৈঠকে বসতে হচ্ছে।

বিএনপি চেয়ে আছে বিদেশের দিকে, নানা রকম মহাসমাবেশ, পদযাত্রা দিয়ে  তারা বিদেশী শক্তিকে  তাদের সক্ষমতা  প্রমাণ করতে চাইছে। যে দেশের মানুষ তাদের সাথে আছে।

 

একটি তুর্কি লোককাহিনী, নানা দেশে নানা ভাবে পঠিত হয়, গল্পটি এই রকম,

 

বনের রাজা সিংহ শিয়ালকে ডেকে  বলে – যা আমার জন্য খাবার নিয়ে আয়।শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?

ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাঁক খ্যাঁক  করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।

ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।

 

শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি  লাগছে।

ময়ুরীও  বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন।  নিশ্চয়ই লক্ষণ ভালো  না।

সে ও  সাড়া দেয় না।

 

শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।

এরকম হ্যান্ডসাম একটা প্রাণী  খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।

তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।

তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।

চলো আমার সাথে সিংহাসনে চলো।

গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।

সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।

কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।

 

শিয়াল গাধার কাছে এসে  বলে-   এতো বোকা হলে রাজা হবে কিভাবে।

রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।

তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।

চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।

গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।

কিন্তু এবারও পালিয়ে বাঁচে।

শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।

তাই তোমার লেজটা খসানো হয়েছে।

চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।

 

গাধা আবারও সিংহাসনে আসে।

এবার আর সে বাঁচতে পারে না।

সিংহের থাবায় তার  ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।

সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।

 

শিয়াল সিংহকে বলে – মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।

মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।

শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে  দেয়।

সিংহ  বলে- ব্রেণ কোথায়।

শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোঁকা  খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।

গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-

তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।

প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা   কি শিখলে।

হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে।

এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয়না।

লোভের ফল কখনো মিষ্টি হয়না।

সাদাসিদা হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো না। সবচেয়ে বড় জিনিসটা শিখলাম তা হলো- প্রতারকদের একবার বিশ্বাস করা যায়। কিন্তু বারবার বিশ্বাস করা যায় না।

অতি বিশ্বাস করে সে  ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে।

 

 বাংলাদেশের তত্ত্বাবধায়ক  সরকার ব্যবস্থা ঠিকই গাঁধার সিংহাসন লাভের মতোই। এখন শুধু লেজ কান সবই গেছে, এখন শুধু প্রাণটা যেতে  বাকী। আমেরিকা যখন হঠাৎ করে বাংলাদেশের এত ভাল মন্দ খোঁজ নেয়া শুরু করেছে আমাদের এত আপন হয়ে উঠেছে,  বুঝতে হবে সেখানে তাদের দূরভিসন্ধি আছে। আর সেই দুরভিসন্ধির সাথে আঁতাত করতেই বিএনপির এই মিশন সিঙ্গাপুর।

 

লেখক –  সম্পাদক ব্রিকলেন নিউজ, যুক্তরাজ্য প্রতিনিধি দৈনিক কালেরকন্ঠ।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০