প্রেস বিজ্ঞপ্তি:
গতকাল ২৩শে আগস্ট ২০২৩ বুধবার বাংলাদেশ হাইকমিশনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে আসন্ন ১১তম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষ্যে মাননীয় হাইকমিশনার সাইদা মুনা তাসনিম- এর সাথে আগামী ১০ ও ১১ই সেপ্টেম্বর আর্ট প্যাভিলিয়ন- মাইল এন্ড-এ, অনুষ্ঠিতব্য বইমেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মাননীয় হাইকমিশনার গতবছর ১০ম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অত্যন্ত নান্দনিক ও সৃজনশীলতায় ভরপুর এবং সফল ভাবে আয়োজনের জন্য সংগঠেনর ভূয়াসী প্রশংসা করেন। সংগঠনের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘প্রবাসে শতব্যস্ততায় কষ্ট করে আপনারা বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা করছেন, এ ধারা যেন অব্যাহত থাকে। এতে আমাদের এখানে বেড়ে ওঠা প্রজন্ম খুঁজে পাবে তাদের শিকড়’। আসন্ন বইমেলায় হাইকমিশনের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন সহ সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হযরাত আলী খান,কাউন্সেলর মৌমিতা জীনাত। সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ময়নূর রহমান বাবুল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মোসাইদ খান, ইসি সদস্য আতাউর রহমান মিলাদ।