ব্রিকলেন নিউজঃ
কানাডার আদালতের রায় নিয়ে কানাডা সরকার মন্তব্য করতে পারে না। একইভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে কানাডার অভিবাসনবিষয়ক ট্রাইব্যুনালে বাংলাদেশির আশ্রয়ের আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়ে কানাডা সরকারের ‘কোনো মন্তব্য নেই’।ঢাকায় কানাডীয় হাইকমিশন গতকাল রবিবার এ তথ্য জানায়। তবে কানাডা সরকার বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে তালিকাভুক্ত করেনি বলে জানিয়েছে হাইকমিশন।
কানাডার ফেডারেল আদালত গত ১৫ জুন দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য বিএনপি নেতা পরিচয় দেওয়া মোহাম্মদ জিপসেদ ইবনে হকের জুডিশিয়াল রিভিউয়ের আবেদন নাকচ করেন। আদালতের রায়ে বলা হয়েছে, মোহাম্মদ জিপসেদ ইবনে হক বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দলের (বিএনপি) সঙ্গে যুক্ত ছিলেন, যে দল বল প্রয়োগ ও নাশকতার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উত্খাতের চেষ্টা করেছে। বিএনপি নাশকতায় জড়িত কি না, এমন বিষয়ও আদালত বিবেচনায় নিয়েছেন।