এলাম, দেখলাম, জয় করলাম……

Share on facebook
Share on twitter
Share on linkedin

সিলেটে  বিপুল ভোটে মেয়র হলেন আনোয়ারুজ্জামান চৌধুরী- 

ব্রিকলেন নিউজ:

 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বেসরকা‌রিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার রাত‌ সাড়ে ৯টায় সিলেট জালালাবাদ গ‌্যাস অডিট‌রিয়ামে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও প‌রিবেশন কেন্দ্রে রিটা‌র্নিং কর্মকর্তা ফয়সল কাদের ভোটের ফলাফল ঘোষণা করেন।যুক্তরাজ্যপ্রবাসী আনোয়ারুজ্জামান এবারই প্রথম সিলেটের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি যুক্তরাজ‌্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দা‌য়িত্বে রয়েছেন।

একেই হয়তো বলে, এলাম,  দেখলাম, জয় করলাম,  কোন ধরণের বিতর্ক ছাড়া,  একটি সুষ্ঠ সুন্দর ভোটে প্রথম চালেই বাজিমাৎ  করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। যদি ও তাঁর নির্বাচিত হওয়াটা সময়ের ব্যাপার ছিল মাত্র। সেই আনুষ্ঠানিকতাই সমাপ্ত হল আজ ২১শে জুন।

 

ঘো‌ষিত ফলাফলে আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পা‌র্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম (বাবুল) পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। ৬৯ হাজার ১২৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আনোয়ারুজ্জামান।

জাতীয় পা‌র্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম ফল প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে ফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি।

নির্বাচনে মেয়র পদে অন‌্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বাসগা‌ড়ি প্রতীকের মো. শাহজাহান মিয়া পেয়েছেন ২৯ হাজার ৬৮৮ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান পেয়েছেন ১২ হাজার ৭৯৪ ভোট, জাকের পা‌র্টির প্রার্থী মো. জ‌হিরুল হক পেয়েছেন ৩ হাজার ৪০৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী ছালাহ উদ্দিন রিমন পেয়েছেন ২ হাজার ৬৪৮ ভোট, আবদুল হা‌নিফ পেয়েছেন ৪ হাজার ২৯৬ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেট সি‌টি করপোরেশনের ৪২‌টি ওয়ার্ডের ১৯০‌টি কেন্দ্রের ১ হাজার ৩৬৭‌টি বুথে ভোট গ্রহণ হয়।

 

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০