কবি জিন্নাহ চৌধুরী’র সাথে ‘কবিতা স্বজন’র উদ্যগে সাহিত্য আড্ডা

Share on facebook
Share on twitter
Share on linkedin
  ব্রিকলেন নিউজ

 

লন্ডন সফররর কবি জিন্নাহ চৌধুরীর সাথে কবিতা স্বজনের সাহিত্য আড্ডা গত ৫ জুন ২০২৩,সোমবার,পূর্বলন্ডনস্থ লন্ডন বাংলা প্রেসক্লাবে অনুষ্টিত হয়। কবি এ কে এম আব্দুল্লাহ’র সঞ্চালনায়, অনুষ্টানে সভাপতিত্ব করেন কবি আতাউর রহমান মিলাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জিন্নাহ চৌধুরী ও বিশেষ অতিথি কবি কাবেরী মুখার্জী। অনুষ্টানে কবিতা  স্বজনের পক্ষ থেকে এম মোসাইদ খান,হেনা বেগম ও মরিয়ম চৌধুরী অতিথিকে ফুল দিয়ে বরণ করেন।উপস্থিত কবি ও সাহিত্যিকদের সাথে অতিথিদের পরিচয়পর্বের মধ্য দিয়ে অনুষ্টানের মুল পর্ব আলোচনা,কবিতা পাঠ,কবিতা আবৃতি ও ছড়া পাঠ শুরু হয়।সাহিত্য বিষয়ক আলোচনায় অংশ নেন নাট্য ও সংস্কৃতি ব্যক্তিত্ব আশরাফ মাহমুদ নেসওয়ার,কবি হামিদ মোহাম্মদ,কবি ও গল্পকার ময়নুর রহমান বাবুল,গবেষক ফারুক আহমদ প্রমুখ।

স্বরচিত কবিতা পাঠে অংশ নেন,কবি গোলাম কবির,কবি মুজিবুল হক মনি,কবি মোহাম্মদ ইকবাল,কবি ফারুক আহমদ রনি,কবি মাশুক ইবনে আনিস,কবি ইকবাল হোসেন বুলবুল,কবি শাহ শামীম আহমদ,কবি শামীম আহমদ,কবি এ কে এম আব্দুল্লাহ,কবি শাহ সোহেল,কবি আতাউর রহমান মিলাদ,কবি কাবেরী মুখার্জী,কবি এম মোসাইদ খান,কবি মরিয়ম চৌধুরী,কবি মোহাম্মদ মুহিদ প্রমুখ।
অনুষ্ঠানে ছড়া পাঠ করেন ছড়াকার সৈয়দ হিলাল সাইফ।
কবি জিন্নাহ চৌধুরী’র কবিতা থেকে আবৃতি করেন টিভি উপস্থাপক ও সংস্কৃতিকর্মী হেনা বেগম।
অতিথি কবি ও ছড়াকার জিন্নাহ চৌধুরী স্বরচিত অনেকগুলো কবিতা ও ছড়া পাঠ করেন যা উপস্থিত সুধীজন অত্যন্ত উপভোগ করেন।
সাহিত্য আড্ডা শেষে কবি জিন্নাহ চৌধুরীকে কবিতা স্বজনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রাণবন্ত কথা,কবিতা ও ছড়ার আড্ডায় উপস্থিত সকলকে কবিতাস্বজনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্টান সমাপ্তি ঘোষণা করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০