লন্ডনে অভিবাসন বিষয়ক সেমিনার:

Posted by

ইংরেজী ভাষার দক্ষতা ও প্রশিক্ষণের প্রতি গুরুত্বারোপ- 

 

 ব্রিকলেন নিউজ: 

জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশে জনশক্তি রপ্তানীতে কুমিল্লা জেলার অবস্থান শীর্ষে। ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় বিশ্বের ১৭২ টি দেশে প্রায় ১০ লাখ অভিবাসী বাংলাদেশ ছেড়েছেন শুধুমাত্র কুমিল্লা জেলা থেকে, যাদের মধ্যে কমপক্ষে ৫ হাজার অভিবাসন প্রত্যাশী নানা ভাবে প্রতারণার শিকার হয়েছেন। ইউরোপ বা মধ্যপ্রচ্যের দেশগুলোতে বৈধ পথে দক্ষ জনশক্তি রপ্তানীকে উৎসাহিত করতে ‘মাইগ্রেশন এন্ড ইয়ুথ : অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনারের আয়োজন করে যুক্তরাজ্যে বসবাসরত কুমিল্লাবাসীদের সংগঠন এক্সপেটস অব কুমিল্লা ইন দ্য ইউকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সাবেক জেলা প্রসাশক মুক্তিযোদ্ধা ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদমিক কেয়ার ইউকের প্রধান নির্বাহী রুহুল আমীন। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। সেমিনারের উদ্যোক্তা একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি তানভীর আহমেদের পরিচালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, সলিসিটর আনোয়ার খান, অভিবাসন বিশেষজ্ঞ বিধান গোস্বামী, বাংলাদেশ ‘ল’ এসোসিয়েশন ইউকের সভাপতি শাহ আলম সরকার, আইওন টিভির সংবাদ পাঠিকা বর্নালী বর্না, তেপান্তর গ্রুপের পরিচালক সোহেল করিম সহ অন্যান্যরা। আলোচনাকালে বক্তরা অভিবাসী জনগোষ্ঠীর ইংরেজী ভাষার দক্ষতা ও পর্যাপ্ত প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন। যুক্তরাজ্যের কেয়ার হোম রিদমিক কেয়ারের প্রধান নির্বাহী রুহুল আমীন বলেন, যুক্তরাজ্যে কেয়ারার হিসেবে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ অন্যান্য দেশের তুলনায় কম এর একমাত্র কারণ পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব ও ইংরেজী ভাষার দূর্বলতা। ইংল্যান্ডের স্বাস্থ্য খাতে ও কেয়ার সেক্টরে কাজের সুযোগ থাকলেও শুধুমাত্র দক্ষতার অভাবে বাংলাদেশীরা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা জনশক্তি রপ্তানী বাড়াতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রতিও গুরুত্বারোপ করেন। আলোচনাকালে বক্তারা কুমিল্লার নামে বিভাগ বাস্তবায়নের দাবীকে জোরালো করতে লন্ডন থেকে গণস্বাক্ষর কর্মসূচির উদ্যোগের কথা জানান। কুমিল্লা সদরের এমপি মুক্তিযুদ্ধা আ. ক. ম. বাহাউদ্দিন বাহারের লন্ডন সফরকে কেন্দ্র করে এই গণস্বাক্ষর কর্মসূচিতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা। পরে ‘এক্সপেটস কুমিল্লার’ পক্ষ থেকে অতিথিদের হাতে ফুলেল শুভেচ্ছা উপহার তুলে দেন শৈশব আহমেদ, এম ডি জে খোকন ও খালেদুল ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন বিলেতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শম্পা দেওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *